দক্ষিণ আফ্রিকান র্যাপারকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকান বহু অ্যাওয়ার্ডজয়ী র্যাপার কিয়েরনান ফোবর্স, ‘আকা সন্ত্রাসীদের বন্দুকের গুলিতে মারা গেছেন। তার সঙ্গে ঘটনাস্থলে তার বন্ধু ও উদ্যোক্তা ‘টেবেলো তিবজ’ মটসোনেই মারা গেছেন। গেল শনিবার দেশটির দক্ষিণপূর্বের শহর ডারবানে গুলি করে হত্যা করা হয় তাদের।
মৃত্যুবালে আকা’র বয়স হয়েছিল ৩৫ বছর। দক্ষিণ আফ্রিকান রাজধানী জোহানেসবার্গের একটি এলাকায় স্যান্ডটন কনভেনশন সেন্টারে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) তার ভক্তরা শোকসভার আয়োজন করেন।
আকার একজন ভক্ত লিবো সিয়াসো বলেছেন, ‘তিনি ছিলেন নির্ভুল ও আসলের অনুরাগী। দক্ষিণ আফ্রিকাকে তিনি ভালোভাবে প্রতিনিধিত্ব করেছেন। নিজের মানুষদের ও ভক্তদের জন্য তিনি গর্বিত ছিলেন। ’
আরো দুজন ভক্ত কাবেলো মোহলালা ও জেইসন বলেছেন, তারা দুজনেই এই শিল্পীর মৃত্যুতে ভেঙে পড়েছেন।’
জেইসন জানিয়েছেন, ‘খবরটিতে খুবই ভেঙে পড়েছি, যখন জানলাম, আমাদের এখানে আসতে হবে ও মানুষটিকে আমাদের শ্রদ্ধাঞ্জলী প্রদর্শন করতে হবে। আমরা কোনোদিনও এখানে এভাবে আসব ভাবিনি।’
আরেকজন ভক্ত নিজেকে বোঙ্গি নামে পরিচয় দিয়েছেন, বলেছেন এই নারী যে, তিনি আকার মৃত্যুতে বিরাট ধাক্কা খেয়েছেন। তবে বাকি জীবন আকাকে উদযাপন করে যাবেন। আরো বলেছেন, ‘আমি ভেঙে টুকরো, টুকরো হয়ে গিয়েছি, সত্যিকারভাবে ‘উত্যক্ত’ বোধ করেছি এবং আমি আকার যা হয়েছে সেটিকে খুবই খারাপ বলে অভিহিত করছি। তবে আমরা তার রেখে যাওয়া সম্পদকে উদযাপন করতে এখানে এসেছি ও তার জীবনবন্দনা করছি।’
এই শোকসভায় ফোবর্সের মা লিন ফোবর্স বলেছেন যে, তার সন্তান নিজের ভক্তদের পূজা করতেন।
তার পরিবার জানিয়েছে, ফোবর্সের অ্যালবাম ‘মাস কাউন্টি’ তার করা পরিকল্পনা অনুসারে ২৪ ফেব্রুয়ারিই মুক্তি দেওয়া হবে।
তার একক অ্যালবাম ‘কোম্পানি’, ফিচারিং করেছেন নাইজেরিয়ার প্রযোজক ও শিল্পী আইওলা ওলাডাপো অ্যাগবোলা। প্রকাশিত হয়েছে তাদের শোকসভায়ই।
নিজের প্রাদেশিক বাড়ির একটি ব্যক্তিগত শবাধারে ফোবর্সকে শনিবার (১৮ ফেব্রুয়ারি) শেষকৃত্যানুষ্ঠানের মাধ্যমে চিরসমাহিত করা হবে তাকে।
ওএফএস/