মারা গেছেন ‘চক দে ইন্ডিয়া’ খ্যাত অভিনেতা জাভেদ খান
ভারতের কিংবদন্তি মঞ্চ ও সিনেমা অভিনেতা জাভেদ খান আমরোহি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মুম্বইয়ের এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। পরিচালক রামেশ তালওয়ার গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
জাভেদ খান আমরোহি দূরদর্শনে তার বিখ্যাত সিরিয়াল ‘নুখাদ’ ও ‘লাগান’ ও ‘চাক দে ইন্ডিয়া’ ছবির জন্য অত্যন্ত খ্যাতি লাভ করেছেন।
এই বিখ্যাত অভিনেতা শ্বাসকষ্টে ভুগছিলেন এবং এজন্য গত এক বছর ধরে শয্যাশায়ী ছিলেন। তিনি মুম্বাই শহরের সুরাইয়া নার্সিং হোমে চিকিৎসা গ্রহণ করছিলেন।
রামেশ তালওয়ার বলেছেন, ‘এই হাসপাতালেই জাভেদ খান আমরোহি মঙ্গলবার দুপুর ১টার দিকে শ্বাসবন্ধ হয়ে মারা গেছেন।’
আমরোহির মঞ্চ জীবন থেকে নিয়মিত সহযোগী এবং লাগানে তার সহ-অভিনেতা অখেলেন্দ্র মিশ্র বলেছেন, ‘দীর্ঘকাল ধরে তিনি অসুস্থ ছিলেন।’
তিনি আরো জানিয়েছেন, এই অভিনেতার জানাজার পর মুম্বাইয়ের ওশিওয়ারা কবরস্থানে দাফন করা হয়।
পুনের সরকারি দি ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনিস্টিটিউট অব ইন্ডিয়া (এফটিআইআই) থেকে স্নাতক পাশের পর আমরোহি মঞ্চে তার কর্মজীবনের শুরু করেন। তিনি ছোট থেকে কেন্দ্রীয় চরিত্রে ১৫০টির বেশি অভিনয় করেছেন এবং প্রায় ১২টি টিভি শোতে কাজ করেছেন।
৮০’র দশকের শেষের দিকের টিভি শো ‘নুখাদ’ আনন্দ একেলা’র বারবের করিম চরিত্রটি ফুটিয়ে তুলে সবচেয়ে খ্যাতি লাভ করেছেন জাভেদ খান আমরোহি। তিনি রাভিনা ট্যান্ডনের পাণিপ্রার্থী হিসেবে ‘আন্দাজ আপনা আপনা’ ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছেন। লাগানে তার বিখ্যাত চরিত্রটি ছিল ক্রিকেট ধারাভাষ্যকার। চাক দে ইন্ডিয়াতে তিনি ছিলেন ভারতের জাতীয় নারী হকি দলের একজন সহকারী কর্মকর্তা-এই সবগুলো চরিত্রে তার অনবদ্য অভিনয় দর্শকদের মনে লেগে আছে।
আমরোহির অন্য উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে-৯০’র হিট ছবি ‘হাম হ্যান রাহি পেয়ার কে’, ‘লাডলা’, ‘ইশক’ প্রভৃতি।
সর্বশেষ যে ছবিতে তিনি অভিনয় করে নাম কামিয়েছেন সেটি হলো ‘সাদাক ২’, বেরিয়েছে ২০২০ সালে। ১৯৯১ সালে বেরুনো এর আগের ছবি সাদাকে তার ‘পাখিয়া’ চরিত্রটি তিনি এখানে করেছেন।
ওএফএস/আরএ/