কোক স্টুডিও বাংলার সিজন টু এর ‘মুড়ির টিন’
‘কোক স্টুডিও’র বাংলা ভার্সন শুরু হয়েছিল ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি। ভাষার মাসে আঞ্চলিক ভাষার বৈচিত্রতা তুলে ধরে হাজং ও বাংলা ভাষার ফিউশনে এই শো’র প্রথম গান প্রকাশিত হয়েছিল।
সেই গানের শিরোনাম ছিল হাজং ভাষায় ‘নাসেক নাসেক’। যার অর্থ ‘নাচো নাচো’। বছর ঘুরে আবার ভাষার মাস ফেব্রুয়ারিতেই এলো ‘কোক স্টুডিও’ বাংলার দ্বিতীয় সিজনের প্রথম গান।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ‘মুড়ির টিন’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছে। মৌলিক এই গানটি চট্টগ্রাম, সিলেট ও খুলনা অঞ্চলের ভাষায়। এটি লিখেছেন রিয়াদ হাসান। সঙ্গে ব্যবহার করা হয়েছে র্যাপ গান। সিলেটি র্যাপ লিখেছেন পল্লব, খুলনার অংশ তৌফিক আহমেদ। এ গানটিতে কণ্ঠ দিয়েছেন রিয়াদ, পল্লব ও তৌফিক। গানটি মূলত লোকাল বাসের অসংগতি নিয়ে লেখা।
গানটির বিষয়ে কোক স্টুডিও বাংলার সংগীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, কোক স্টুডিও বাংলা ভাষার এই মাসে বাংলা ভাষার এই বৈচিত্র্যকে উদযাপন করতে চায় আপনাদের সবাইকে নিয়ে। তাই আমাদের কোক স্টুডিও বাংলার সিজন টু-এর প্রথম গান আঞ্চলিক বচনের বৈচিত্র্যকে ভালোবেসে উৎসর্গীকৃত। আশা করি সবার ভালো লাগবে।
‘কোক স্টুডিও বাংলা’র প্রথম সিজনে ছিল ১০টি গান। দ্বিতীয় সিজনে মোট ১৩টি গান থাকবে। তার মধ্যে বিশেষ চমক নিয়ে আসবেন রুনা লায়লা। তিনি ফিউশন আর নানারকম বাজনার তালে গাইবেন তার কালজয়ী ‘মাসকালান্দার’ গানটি।
এ ছাড়া এবারের আয়োজনে থাকবে অর্ণব ও সুনিধি নায়েক দম্পতির গান। থাকবে প্রীতম হাসান, ফুয়াদ আল মুক্তাদীর, ইমন চৌধুরী, মেঘদলের গানও।
কোক স্টুডিও বাংলার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাবে সবগুলো গান। পাশাপাশি গানগুলো দেখা যাবে দীপ্ত টিভিতেও।
এএম/এসজি