ভালোবাসা দিবসে তৃতীয় সন্তানের ঘোষণা দেবেন প্রিন্স হ্যারি

ব্রিটেনের রাজ পরিবারের সন্তান প্রিন্স হ্যারি। ভালোবেসে বিয়ে করেছেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী মেগান মার্কেলকে। বিশ্ব ভালোবাসা দিবসে তাদের তৃতীয় সন্তানের ঘোষণা দেবেন এই দম্পতি। বিশ্ব ভালোবাসা দিবসবে স্মরণীয় করে রাখতেই এমন উদ্যোগ নিয়েছেন প্রিন্স হ্যারি।
এই দিনে তার মা ব্রিটেনের রাজপরিবারের বধু প্রিন্সেস ডায়নাও তার নিজের মাতৃত্বের কথা ঘোষণা করেছিলেন ১৯৮৪ সালের ১৪ ফেব্রুয়ারি।
গেল বছরের অক্টোবরে প্রিন্স হ্যারি ও মেগান দম্পতির সন্তানের কথা প্রকাশ করেছিল লন্ডনভিক্তিক কয়েকটি সংবাদমাধ্যম।
ওই সময় তারা জানিয়েছিলেন, এই দম্পতি তাদের সংসার বড় করার আশা করছেন ও এই বছর (২০২৩) তাদের তৃতীয় সন্তান আলোর মুখ দেখবে। আরও লিখেছিলেন, ‘তারা তাদের পরিবার বড় করতে তারা খুব খোলামেলা এবং ভালোবাসা নিয়ে তা ঘটলে আর্চি ও লিলেব্যাটের আরেকটি সঙ্গী আসছে। মেগান স্বাস্থ্যবতী ও হ্যারি একজন মেধাবী বাবা।’
ওএফএস/
