কাজলের নায়ক সাইফ আলী খানের ছেলে!
দীর্ঘ ১২ বছর পর করণ জোহর ও কাজল একত্রে কাজ করছেন। তাদের শেষ ছবি ছিল ২০১০ সালের ‘মাই নেম ইজ খান’। এই সিনেমায় কাজলের সবচেয়ে হিট নায়ক শাহরুখ খান তার সঙ্গে ছিলেন।
ভক্তরা এতদিন অপেক্ষা করেছেন কবে তাদের হলে একত্রে দেখা যাবে। সেই অপেক্ষা ফুরালো-ইবরাহিম আলী খানকে উপলক্ষ করে। আবার আসছেন করণের ছবিতে কাজল। ইবরাহিম আলী খান হলেন সাইফ আলী খানের ছেলে। তার প্রথম ছবিতে প্রধান চরিত্র করবেন বলিউডের এক সময়ের এক নম্বর নায়িকা কাজল।
এই সিনেমার সূত্রগুলো জানিয়েছে, ‘কাজল একটি শক্তিশালী মানবিক চরিত্র করবেন এবং তিনি বেশিরভাগ সময় ইবরাহিমের সঙ্গে স্ক্রিন ভাগ করবেন।’ কাজলের সূত্র জানিয়েছে, তিনি সাইফের ছেলের জীবনের প্রথম ছবিতে কাজ করার উত্তেজনায় ভুগছেন।
আর ইবরাহিম তার শ্রদ্ধা ও সিনেমার পর্দা বলিউডের অন্যতম নায়িকা কাজলের সঙ্গে ভাগ করবেন বলে খুশি প্রকাশ করেছেন।
এই নতুন ছবির মাধ্যমে নতুন ছবির জন্য কাজল সাইনও করেছেন। তিনিই প্রধান চরিত্র করবেন। তার বিপরীতে ইবরাহিম।
এক যুগ পর আবার ফেরার কারণ একটি দীর্ঘ গল্প। পরিচালক-অভিনেত্রী করণ জোহর ও কাজল ছোটবেলা থেকে বন্ধু। এই জুটি কয়েকটি অসাধারণ ছবি, অবিশ্বাস্য সফল সিনেমা উপহার দিয়েছেন। সেগুলোর মধ্যে অছে ‘কুছ, কুছ হোতা হ্যায়’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, ‘কাভি খুশি কাভি গাম’।
অন্য সিনেমাগুলোও ভালো চলেছে। কিন্তু তাদের বন্ধুত্বের সর্বনাশ নেমে এলো, যখন করণের ‘এই দিল হ্যায় মুশকিল’ এবং অজয় দেবগন অভিনয় করা ‘শিবাই’ একত্রে হলে এলো। তবে তারপর তারা দুজনে তাদের সম্পর্ক ভালো করতে এগিয়ে এসেছেন। এখন তারা আগের মতোই।
কাজল ইবরাহিম আলী খানের বাবা সাইফ আলী খানের নায়িকা হিসেবে অভিনয় করেছেন। কাজল-সাইফের হিট ছবির মধ্যে আছে ‘দিল্লাগী’, ‘তানহাজি: দি আনসাং ওয়ারিঅর।’
আনুষ্ঠানিকভাবে সিনেমাটি নিয়ে কাজল করণের কেউ কোনো মন্তব্য করেননি। তবে খবরে প্রকাশ করা হয়েছে, ছবিটি মুম্বাইতে শুটিং করা হবে।
ওএফএস/