স্ট্যাটাসেই কি দায় এড়াতে পারেন শাকিব-বুবলী?

দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষা অবশেষে আলোর মুখ দেখল বুবলীর হাত ধরে। প্রথমে তিনি বেবিবাম্পের ছবি প্রকাশ করে গুঞ্জনের পালে হাওয়া দিলেন। পরে প্রচলিত প্রবাদকেই সত্যি প্রমাণ করলেন-‘যা রটে তার কিছুটা হলেও বটে’।
গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ছেলের কয়েকটি ছবি প্রকাশ করে বুবলী জানান, তিনি মা হয়েছেন। আর সেই সন্তানের পিতা চিত্রনায়ক শাকিব খান। শাকিবও নিজের ফেসবুক পেজ-এ ছবি পোস্ট করে শেহজাদ খান তার এবং বুবলীর সন্তান এ বিষয়টিও স্বীকার করে নেন।
বিষয়টি প্রকাশ্যে আসার পরই সমালোচনার আগুন আরও দ্বিগুণ হয়ে জ্বলে উঠে স্যোশাল হ্যান্ডেলে। বিভিন্ন গ্রুপ ও পেজে তাদেরকে নিয়ে বিভিন্ন ব্যাঙ্গাত্মক ও রসালো সমালোচনা হচ্ছে প্রতিনিয়ত। অনেক আবার শেহজাদ খানের জন্য ভালোবাসাও জানাচ্ছেন।
এরপর ১ অক্টোবর বাড়তি নিরাপত্তার বলয়ে দুজনে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় একটি রোমান্টিক গানের শুটিংয়ে অংশ নেন এই তারকাদ্বয়। তবে একসঙ্গে রোমান্টিক গানের শুটিং করলেও দুজনের মধ্যে দুরত্ব ছিল চোখে পড়ার মতো। দুজনে কেউ কারো সঙ্গে কথা পর্যন্তও বলেননি।
বেবিবাম্পের ছবি প্রকাশের পর বুবলী অবশ্য গণমাধ্যমকে বলেছিলেন তিনি বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন শিগগিরই। শাকিব খান তো সেই শুরু থেকেই মুখে স্কচটেপ মেরে আছেন। তাহলে সন্তান জন্ম দিয়ে আড়াই বছর পর স্যোশাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েই কি দায় এড়াতে চাচ্ছেন শাকিব ও বুবলী। এভাবেই কি নিজেকের সন্তান জন্ম ও বিয়ের বিষয়টি বৈধ করতে পারবেন তারা? নাকি উভয়ে ভাবছেন কদিন পর এমনিতেই বিষয়টি মানুষ বেমালুম ভুলে যাবে। তাই যদি না হয় গণমাধ্যমের মুখোমুখি হতে তাদের ভয় কিসের। যদি তাদের মধ্যে সততার শক্তি থাকে অবশ্যই বিয়ের বৈধতা ও সন্তানের কথা সবাইকে জানাবেন হাসি মুখে।
এএম/এমএমএ/
