‘দিন দ্য ডে’ সিনেমা নিয়ে মালয়েশিয়া যাচ্ছেন অনন্ত-বর্ষা

অনন্ত জলিল ও বর্ষা অভিনীয় সিনেমা ‘দিন দ্য ডে’। সিনেমাটি মুক্তির পর থেকে নানা আলোচনা সমালোচনা ও তর্ক-বিতর্ক তৈরি হয়েছে। সিনেমা পরিচালক ইরানি নির্মাতা মর্তুজা অতাশ জমজম অভিযোগও করেছিলেন অনন্ত জলিলের বিরুদ্ধে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছিলেন অনন্ত নাকি তার পারিশ্রমিক পরিশোধ করেননি। যদিও এই অভিযোগ বরাবরই অস্বীকার করেছেন অনন্ত জলিল।
এবার জানা গেল ‘দিন দ্য ডে’ সিনেমাটি নিয়ে মালয়েশিয়া যাচ্ছেন অনন্ত ও বর্ষা। দেশের গণ্ডি পেরিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে ‘দিন: দ্য ডে’। সিনেমাটির প্রচারের জন্য আজ সোমবার (১ সেপ্টেম্বর) রাতে মালয়েশিয়ায় যাচ্ছেন এই তারকা জুটি।
এ বিষয়টি অনন্ত জলিল তার ফেসবুক পেইজের মাধ্যমে নিশ্চিত করেছেন। অনন্ত একটি স্ট্যাটাসে লিখেন, আমি মালয়শিয়ার বাংলাদেশ হাইকমিশনের কাছে অনেক অনেক কৃতজ্ঞ, মালয়েশিয়াতে দিন দ্যা ডে রিলিজের ক্ষেত্রে তাদের অসামান্য অবদান আমাকে ঋণী করেছে। আমি মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই।
উল্লেখ্য, প্রথম সপ্তাহে মালয়েশিয়ার ১৫ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে।
এএম/এসএন
