বাড়ির বাইরে জুলিয়া রবার্টস!

জুলিয়া রবাটস এবং জর্জ ক্লুনি ফিরে আসছেন সামনের ছবি টিকেট টু প্যারাডাইজে। সিনেমাটির শুটিং করা হয়েছিল অস্ট্রেলিয়াতে। দীর্ঘদিনের এই দুজন বন্ধু এই ছবিতে আবার নায়ক-নায়িকা হয়েছেন ও জুলিয়া রবাটর্স বলেছেন, তাকে ছবিটি বানানোর সময় ক্লুনি পরিবার মানসিকভাবে রক্ষা করেছে।
নিউ ইর্য়ক টাইমসকে দেওয়া একটি স্বাক্ষাৎকারে ৫৪ বছরের মার্কিন ও হলিউডের সবচেয়ে মুনাফা আনা অভিনেত্রীদের অন্যতম, অস্কারজয়ী, পুরো নব্বই দশকের বেশিরভাগ ও বিশ দশকের অর্ধেক বিশ্বের সবচেয়ে পারিশ্রমিক নেওয়া অভিনেত্রী, ৫ বারের পিপলের সবচেয়ে সুন্দরী জানিয়েছেন, তিনি একটি বাড়ি কিনে থেকেছেন এই সিনেমার শুটিংয়ের সময়। আর ক্লুনি, তার স্ত্রী ওমেল ও তাদের শিশুরা একটি ভাড়া বাড়িতে কাছাকাছি থেকেছেন।
‘আমরা হ্যামিলটন আইল্যান্ড থেকে শুরু করেছি। এটি অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে, গ্রেট ব্যারিয়ার রিফের কাছে। সেখানে বন্য পাখিদের সঙ্গে, আমাদের বাড়ির সামান্য নিচে জুলিয়ার বাড়িটি ছিল। আমি সাধারণ ভোরে আসতাম এবং নিজের বাড়ি থেকে ডেকে বের করতাম জুলিয়াকে। আমরা তাকে কফি এগিয়ে দিতাম। সে আমার সন্তানদের জুজু আন্টি’, বলেছেন ক্লুনি।
জুলিয়া বলেছেন, ‘তারা সবাই মিলে বিশেষত তাদের ছেলেমেয়েরা আমাকে নি:সঙ্গতা ও হতাশা থেকে পুরোপুরি দূরে রেখেছে। আমি নিজের পরিবার থেকে এই দীর্ঘসময় দূরে থাকলাম। ২৫ বছরের পর থেকে এতদিন বাড়ির বাইরে থেকেছি বলে মনে পড়ে না।’
ছবিটি ২১ অক্টোবর বেরুবে।
ওএফএস।
