ইউটিএতে টেইলর সুইফট পড়ানো হবে
‘দি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন (ইউটিএ)’ তার অনার্সের ছাত্র, ছাত্রীদের উইলিয়াম শেক্সপিয়ার, জন কিটস ও রবার্ট ফ্রস্টের পাশাপাশি টেইলর সুইফটের লেখা গানগুলো পাঠ করার সুযোগ করে দিয়েছে।
তাদের লিবারেল আর্টস স্কুল অনার্স লেভেলের এই কোর্সের নাম রেখেছেন ‘দি টেইলর সুইফট সং বুক’।
এই বছরের ফল সেমিস্টার থেকে পড়া শুরু হবে।
বিশ্ববিদ্যলয়টি গেল বসন্ত সেমিস্টারে নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ে টেইলর সুইফট থিম হিসেবে একটি শ্রেণীকক্ষ চালুর পর উদ্যোগটি নিয়েছেন।
তারা শ্রেণীকক্ষটি এই বিখ্যাত গায়িকা তাদের নবীনবরণের অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার পর চালু করেছেন। ২০২২ সালের ১৮ মে টেইলর সুইফট নিউ ইয়র্ক ইউনিভার্সিটির নবীনবরণে গিয়েছেন।
দি ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনের ইংরেজি বিভাগের অধ্যাপক এলিজাবেথ স্কালা সিএনএনকে বলেছেন, তিনি টেইলর সুফটকে এই কারণে গ্রহণ করেছেন যে, এই পপ তারকা গায়িকা নিজের গানগুলোর লিরিকসগুলো নিজেই লেখেন। তার এই গানের লাইনগুলো ক্লাসিক কবিতাগুলো থেকে সেগুলো যেভাবে রচনা করা হয়েছে, সেই নিয়মে আলোকিত।
তিনি আরো বলেছেন, ‘এটি তার গানগুলোর ওপর একটি কোর্স। সাহিত্যের এই কোর্সটি সাহিত্য ধারার, রচনা বা লেখার, যে উপায়ে একজন জনপ্রিয় ও পুরস্কারজয়ী লেখক সাহিত্য রচনা করেন, তিনি চরিত্রগুলো তৈরি করেন বা মুহূর্তগুলো নির্মাণ করেন, অলংকারগুলো দেন-তার রচনার মাধ্যমে ছাত্র, ছাত্রীরা শিখতে পারবে।’
তিনি জানিয়েছেন, ‘সহায়ক হিসেবে তার গানগুলো তো রইলোই।’ তবে বলেছেন, ‘এই কোর্স কোনোভাবেই একজন বিখ্যাত মানুষ বা তার খ্যাতিকে ছড়ানোর সঙ্গে যুক্ত নয়।’
‘আমাদের টেক্সাস ইউনিভার্সিটিতে ছাত্র, ছাত্রীদের তার ও অন্য বিখ্যাত লেখকদের লেখা বিশ্লেষণ করতে হবে। তাদের আরো সমমায়িক প্রাসঙ্গিকতা তার গান থেকে তুলে ধরতে হবে। তারা এই শতবর্ষে অন্য লেখকদের প্রাসঙ্গিকতাও লিখবে’, বলেছেন তাদের অধ্যাপক।
নিজেকে একজন সুইফট ভক্ত হিসেবে উল্লেখ করেছেন তিনি। বলেছেন এরপর, তার লক্ষ্য হলো সাহিত্যের ধারাগুলো একটি সমসাময়িক পথে ছাত্র, ছাত্রীদের শেখানো। সেজন্যই তিনি টেইলর সুফটকে পাঠ্য হিসেবে বেছে নিয়েছেন।
অধ্যাপক এলিজাবেথ স্কালা বলেছেন, ‘সুফটের পরিশীলিতভাবে যা কিছু গ্রহণ করেছেন আমি তা নিতে চাই। সামান্য ব্যতিক্রমভাবে ভিন্ন কণ্ঠস্বর হিসেবে তাকে আমরা গ্রহণ করবো। এরপর ছাত্র, ছাত্রীদের আরো শেখাবো, কীভাবে একটি উন্নততর সাহিত্য ধারা তার গানগুলো লেখার মাধ্যমে তৈরি করেছেন সুইফট, বিষয়ভিত্তিক এবং আনুষ্ঠানিকভাবে, তিনি কীভাবে রেফারেন্সগুলো ব্যবহার করেছেন, রূপকগুলো ব্যবহার করেছেন, বুদ্ধিমত্তার সঙ্গে বাক্যকে ব্যবহার করেছেন।’
‘এই কোর্সটি আরো শেখাবে ছাত্র, ছাত্রীদের তার গানগুলোর ওপর পড়ালেখার মাধ্যমে সব ধরণের লেখার ক্ষেত্রে সেগুলো যথার্থ।’
এই কার্যক্রমের শুরু হবে এবার থেকেই। অধ্যাপক এলিজাবেথ স্কালা ইনস্ট্রাগ্রামে একটি স্থান তৈরি করেছেন। সেখানে তিনি এই কার্সের জন্য সুইফটের তুচ্ছ বিষয়গুলোও পোস্ট করা শুরু করেছেন। ভক্তদের কাছে বিষয়টি জাহির করতে প্রশ্ন করা শুরু করেছেন।
এই কোর্স বেশিরভাগ সময় সুইফটের সাম্প্রতিক অ্যালবামগুলোর গানগুলোর দিকে মনোযোগ দেবে। তবে ছাত্র, ছাত্রীরা তাদের পছন্দের পুরোনো গানগুলোও আলোচনার জন্য নির্বাচন করতে পারবে বলে তিনি জানিয়েছেন।
তার বেশিভাগ গানের লাইন অনলাইনে পোস্ট করা হয়ে গিয়েছে। গানগুলো অ্যাপল মিউজিকে পাওয়া যাচ্ছে। ফলে কোনো ছাত্র, ছাত্রীকেই তাদের শ্রেণীকক্ষের জন্য তার কোনো গান কিনতে হবে না।
এই কোর্স আরো আলোকপাত করবে লিঙ্গ, নির্ভেজালত্ব, শিল্পীর ওপর ভক্তদের অনুপ্রেরণা, তার লেখা, সাহিত্য ইতিহাস, ভাষাগত ঐতিহ্যগুলো, পাঠের অভিজ্ঞতা। তিনি আরো বলেছেন, ‘এই সময়ের কারিকুলামের জন্য কোর্সটি গুরুত্বপূণ। আমি অতীতের কাছে সমর্পিত হতে চাই না। আমার কাজের ধারায় পুরোনো তথ্যাদি প্রাসঙ্গিক হিসেবে আসবে।’
এর আগে ২০১৫ সালে তাদের বিশ্ববিদ্যালয় একটি ক্লাস করিয়েছে, শিরোনাম ‘বিয়ন্সের নারীবাদ, রিহানার মহিলাবাদ’। কোর্সটি তারা কালো মেয়েদের নারীবাদকে প্রসারিত করতে পড়িয়েছেন। অন্যান্য বিশ্ববিদ্যালয় যেমন ইউনিভার্সিটি অব কোপেনহেগেন ‘বিয়ন্সে, লিঙ্গ ও বর্ণ’ কোর্স পড়িয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ক্যারোলাইনা সমাজবিজ্ঞান বিভাগে কোর্স করিয়েছে ‘লেগি গাগার কাজ’। আগামী বসন্ত থেকে টেক্সাস স্টেট ইউনিভার্সিটি ব্রিটিশ পপ গায়ক হ্যারি স্টাইলের ওপর একটি ক্লাস করাবে।
ওএফএস।