চ্যানেল আই আর্কাইভে ‘ওরা ১১ জন’
স্বাধীন বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র ‘ওরা ১১ জন’র ৫০ বছর পূর্তি আজ।
চ্যানেল আইতে প্রদর্শন ও আর্কাইভে অন্তর্ভুক্ত করা হয়েছে।
১১ আগস্ট সকালে ঢাকার তেজগাঁওয়ের স্যাটেলাইট টিভি কার্যালয়ে চুক্তিপত্র হস্তান্তর অনুষ্ঠান হয়েছে।
ওরা ১১ জনের প্রযোজক সোহেল রানা (মাসুদ পারভেজ) চুক্তিপত্রটিতে স্বাক্ষর করেছেন।
হস্তান্তর করেছেন চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে।
উপস্থিত ছিলেন নায়িকা অঞ্জনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. শামীম রেজা ও আনন্দ আলো’র সম্পাদক রেজানুর রহমান।
চুক্তির ফলে ঐতিহাসিক চলচ্চিত্রটি এখন বাংলাদেশের সবচেয়ে বড় ও দুর্লভ চলচ্চিত্রের আর্কাইভ ‘চ্যানেল আই’তে অন্তর্ভুক্ত হল।
হস্তান্তর অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় দিলরুবা সাথীর উপস্থাপনায় ‘ফ্রেশ-প্রিমিয়াম টি তারকাকথন’র বিশেষ পর্বে অংশ নিয়েছেন নায়ক সোহেল রানা, নায়িকা অঞ্জনা, ড. শামীম রেজা ও পরিচালক সোহানুর রহমান সোহান।
তারা স্বাধীনতার প্রথম ছবিটির নির্মাণের পেছনের গল্প তুলে ধরেন।
চাষী নজরুল ইসলামের জীবনের প্রথম ছবি ‘ওরা ১১ জন’।
আর্কাইভে অন্তর্ভুক্তি ও মুক্তির রজতজয়ন্তী উপলক্ষে ১১ আগস্ট দিনব্যাপী ছিল চ্যানেল আই’র পর্দায় নানা আয়োজন।
ওএফএস।