কক্সবাজারে ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেলার উন্মোচন
কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী বিচে শুক্রবার রাতে উন্মোচন করা হলো ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার ট্রেলার। র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের প্রযোজনায় নির্মিত এ সিনেমার ট্রেলার চলচ্চিত্রের শিল্পী-কলাকুশলীদের নিয়ে ‘অপারেশন সুন্দরবন’-এর ট্রেলার উন্মোচন করেন উন্মোচন করেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাবের মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন।
দীপংকর দীপনের পরিচালনায় এতে অভিনয় করেছেন রিয়াজ, সিয়াম, নুসরাত ফারিয়া, দর্শনা বণিকসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে সুন্দরবন নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন এবং প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন তুলে ধরে দুটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এতে বলা হয়, সুন্দরবনে এখন বাঘ আছে ১১৪টি, হরিণ ১ লাখ ৫০ হাজার থেকে ৬০ হাজার। মধু সংগ্রহ হচ্ছে দুই হাজার কুইন্টাল। পর্যটক বেড়ে আড়াই লাখে পৌঁছেছে। পদ্মা সেতু চালুর পর সুন্দরবনে পর্যটকের যাতায়াত বেড়েছে। নিরাপত্তা দিচ্ছে র্যাব।
ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বেনজীর আহমেদ বলেন, ‘এ চলচ্চিত্র নির্মাণের জন্য পরিচালক দীপংকর দীপনকে দায়িত্ব দেওয়া হয়। তিনি ও তার টিম তিন মাস সুন্দরবনে অবস্থান করেছেন, গবেষণা করেছেন, আমাকে সাতশত পৃষ্ঠার একটি প্রতিবেদন দিয়েছেন। তখন আমার মনে হয়েছে, তিনি পারবেন। পরে তাকে সিনেমাটি তৈরির দায়িত্ব দেওয়া হয়।’
আইজিপি আরও বলেন, সুন্দরবনের বনদস্যুরা আজ সমাজের মূলধারায় মিশে আছে। তারা অর্থনৈতিক কর্মকান্ড করছে, তারা ভালো আছে। এটা একটা ইউনিক কার্যক্রম। এ ধরনের কার্যক্রম আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে বিশ্বের কোথাও হয়েছে কি না আমার জানা নেই। যেভাবে আমরা জঙ্গিবাদ দমন করেছি এটাও একটা ইউনিক মডেল। সুন্দরবন জলদস্যমুক্ত হওয়ার ফলে এ অঞ্চলের ২৫ লক্ষ মানুষ এর সুবিধাভোগ করছে।’
‘অপারেশন সুন্দরবন’ সিনেমা আগামী ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে।
এএম/এমএমএ/