মাতৃত্ব ও প্রযোজনা জীবনের আলিয়া ভাট
‘আপনি কোনো বড় কিছুর পরিকল্পনা করতে পারবেন না, সেগুলো কেবল ঘটে’, বলেছেন কিছুদিনের মধ্যে মা হতে যাওয়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। তিনি তার পেশা ও ব্যক্তিগত জীবনের বেশিরভাগ সম্পন্নের বিষয়ে নিজের বিশ্বাসগুলোর ওপর ভরসা করেন।
বলিউডের অন্যতম অভিনেত্রী ভাটের বয়স এখন ২৯ বছর।
জুন মাসে তিনি ইনস্ট্রাগ্রামের মাধ্যমে তার গর্ভধারণের বিষয়ে জানিয়েছেন।
এর দুই মাস আগে তিনি বলিউডের তারকা নায়ক রনভীর কাপুরকে বিয়ে করেছেন।
কাপুরের বয়স হলো ৩৯।
তারা যখন শুভেচ্ছায় ভাসছিলেন, এর মধ্যেও অস্বস্তিকর মাতৃত্বের বিষয় হয়ে অনলাইন ট্রলিংয়ের বিষয় হয়েছেন ভাট।
‘একজন নারী যা কিছু করেন, তাকে সেসবের জন্য শিরোনাম করা হয়। সে মা হতে সিদ্ধান্ত নিয়েছিল, সে এখন একজনের সঙ্গে প্রেম করছে। সে কোনো একটি ক্রিকেট খেলা দেখতে যাচ্ছে বা কোথাও ছুটি কাটাতে চলেছে। কিছু কারণে মানুষের চোখের নজর নারীদের পছন্দগুলোর প্রতি থাকে’ তার অভিনেতা স্বামী এই বিষয়ে বলেছিলেন।
হলিউডে যাত্রা শুরু করা ‘হার্ট অব স্টোন’ ছবিতে লন্ডনে শুটিং করা অবস্থায় ভাট তার মাতৃত্বের বিষয়টি প্রথম প্রকাশ করেছিলেন। এরপর দ্রুতই ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় তিনি তার জীবন বদলে দেওয়া সিদ্ধান্ত গ্রহণের দায়ে সমালোচনা করতে টার্গেট হয়ে গেলেন।
এই অভিনেত্রী ‘হাইওয়ে’, ‘উডটা পাঞ্জাব’, ‘রাজি’ ও সম্প্রতি মুক্তি পাওয়া ‘গাঙ্গুবাই কাতিওয়াদি’ ছবির জন্য সুপারস্টারের তকমা পেয়েছেন। গেল বছরের নভেম্বরে তার চলচ্চিত্র জীবনের এক দশক পূর্ণ হয়েছে।
‘অবশ্যই আমি তরুণী। তবে সে কারণে কেন কোনোকিছু বদলাতে হবে? কেন একটি পরিবার পাওয়া বা একটি সন্তান নেওয়া আমার ব্যক্তিগত জীবন বদলে দেবে? দুটি বিষয় ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন-পুরোপুরি ভিন্ন। সামনের দিকে এগিয়ে যেতে চাই ও একটি উদাহরণ হতে চাই এই বিষয়ে। আমি অগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করি’ তিনি বলেছেন।
জানিয়েছেন, মানুষের মন্তব্য তাকে কোনোভাবেই বিরক্ত করে না। তিনি তার হৃদয়কে বিশ্বাস করে এগিয়ে চলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মাতৃত্ব নিয়ে সমালোচনা হলেও ভাট জানিয়েছেন, ভিন্ন ধরণের প্ল্যাটফর্মগুলো থেকে তিনি অনেকের সমর্থন পেয়েছেন।
ভাট আরো বলেছেন, ‘আমরা ২০২২ সালে আছি। তাহলে কেন লোকেরা এই বিষয়গুলোতে প্রশ্ন তুলছে। আমি আমার সম্পর্কে কটি লেখা দেখেছি, যেখানে মানুষজন মন্তব্য করছেন। তোমাদের সমস্যা কী? তাকে তার মতো থাকতে দাও-কারো, কারো বলার পর দেখেছি, তাদের মনোভাব স্বাভাবিকভাবে বদলে যাচ্ছে ও কারো আসলে এই বিষয়ে খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই।’
আলিয়া ভাটকে এরপর নেটফ্লিক্সের ছবি ‘ডারলিংস’-এ দেখা যাবে। প্রিমিয়ার হবে ৫ আগষ্ট। সেট ছিল মুম্বাইতে। ছবিতে তার সঙ্গে আছেন শেফালি শাহ, বিজয় ভার্মা ও রোশান ম্যাথিউ।
ছবিটির মাধ্যমে আলিয়া ভাটের প্রযোজনা জীবনের শুরু হবে। তার প্রতিষ্ঠানের নাম ‘ইথারনাল সানশাইন প্রডাকশনস’। এই প্রযোজনা প্রতিষ্ঠান বলিউডের সুপারস্টার শাহরুখ খানের রেড চিলি এন্টারটেইমেন্টের সহযোগী হিসেবে যাত্রা করছে।
তার ডারলিংস ছবিটির মাধ্যমে জাসমিত কে ঋণ নামের লেখকের পরিচালনা জীবনের শুরু হবে।
ওএফএস।