সজল-মাহিমার ‘ভালোবাসা ভালোবাসি’
আব্দুন নূর সজল ও মাহিমাকে নিয়ে রোমান্টিক ঘরণার ‘ভালোবাসা ভালোবাসি’ নামে একটি নাটক নির্মাণ করলেন পরিচালক অসীম রায়। সম্প্রতি রাজধানী উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির চিত্রায়ণ সম্পন্ন করা হয়েছে।
পরিচালনার পাশাপাশি নাটকটি রচনাও করেছেন অসীম রায়। এতে সজল ও মাহিমা ছাড়াও অভিনয় করেছেন— আশরাফুল আলম সোহাগ, রাবেল আহমেদ, সুবর্ণা মজুমদার, তামীম শিহাব, দেব প্রমুখ।
নাটকটির গল্পে দেখা যাবে, ঢাকায় ইন্টারভিউ দিতে আসা বেকার নয়নের এবারও চাকরি হয় না। ঘরে তার অসুস্থ মা আর ছোট বোন। কি করবে নয়ন? টাকা না হলে মাকে বাঁচানো যাবে না, বোনের মুখে হাসি ফুটবে না। ঠিকানাবিহীন ঢাকার রাস্তায় হাঁটছে হাঁটতে ঘটনার আবর্তে হঠাৎ করেই দেখা হয়ে যায় কলেজের বন্ধু প্রীতির সঙ্গে। দরিদ্র পিয়নের মেয়ে প্রীতি এখন বিশাল সম্পদের মালিক। তার বাড়ি-গাড়ি, সব দেখে নয়ন অবাক হয়ে যায়। কি করে এসব সম্ভব?
আসলে প্রীতি আর প্রীতির স্বামী জাফর অসৎ পথে রাতারাতি এত কিছুর মালিক হয়েছে। বন্ধু প্রীতির প্ররোচণা এবং অভাবের কারণে নয়ন বাধ্য হয়েই পা বাড়ায় অপরাধ জগতে। ঘটনাক্রমে তার সঙ্গে দেখা হয় তমা নামে এক মিষ্টি মেয়ের। তমা নয়নকে ভালোবেসে ফেলে। কিন্তু নয়ন নিজের কর্মকাণ্ডে নিজেই বিরক্ত। তাই বুঝেও তমাকে নিজের ভালোবাসার কথা বলতে পারে না। এভাবে নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়ে চলে নাটকের গল্প।
নাটকটি প্রসঙ্গে পরিচালক অসীম রায় ঢাকাপ্রকাশ‘কে বলেন, বাস্তবতা এবং ভালো লাগা ভালোবাসার নানা চিত্র উঠে এসেছে নাটকটিতে। গল্পে সজল ও মাহিমা দারুণভাবে মিশে গেছে। তাদের অসাধারণ অভিনয় ও গল্পটি দর্শকের মনে দাগ কাটবে বলে আশা করি।
পরিচালক আরও জানান,খুব শিগগিরই নাটকটি প্রচারে আসবে।
এএম/আরএ/