বাজপেয়ী হচ্ছেন শ্রেয়াস, ইন্দিরা কঙ্গনা রানাউত
অভিনেতা শ্রেয়াস তালপাদে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও বিজেপি প্রধান অটল বিহারি বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন। ছবিটি বানাবেন কঙ্গনা রানাউত। নাম ইমারজেন্সি। ছবিতে কঙ্গনা ইন্দিরা গান্ধীর চরিত্র করবেন। আর অনুপম খের হবেন জয় প্রকাশ নারায়ানান।
টুইটারে সিনেমার পোস্টার দিয়ে তালপাদে লিখেছেন, “আমি সম্মানিত ও খুশি বোধ করছি এই কারণে যে, অভিনয় করব সবচেয়ে ভালোবাসার, দূরদর্শী, সত্যিকারের দেশপ্রেমিক, জনগনের মানুষ ভারত রত্ন অটল বিহারি বাজপেয়ী জী’র চরিত্রে। আমি আশা করছি, অভিনয়ের মাধ্যমে বেঁচে থাকব। এখন সময় ইমারজেন্সির। গনপতি ভারত মাতা।”
ছবিটির পরিচালনা ও প্রযোজনা করবেন কঙ্গনা রানাউত। ছবিতে অভিনয়ের জন্য শ্রেয়াসের যোগদানের বিষয়ে তিনি একটি বিবৃতিতে বলেছেন, ‘সে অটল বিহারি বাজপেয়ী করছে। তখন তিনি একজন তরুণ ও উদীয়মান নেতা। তখন ইন্দিরা গান্ধী প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন। সে ইমারজেন্সির কয়েকজন নায়কের একজন। আমরা তাকে পেয়ে ভাগ্যবান, যেহেতু সে একজন নানা ধরণের অভিনয়ে পারঙ্গম অভিনেতা। আমি ব্যক্তিগতভাবে অনুভব করছি যে, তার এই চরিত্রে অভিনয় অন্যতম স্মরণীয় অভিনয় হয়ে থাকবে। তার মতো একজন শক্তিমান অভিনেতাকে এই গুরুত্বপূর্ণ চরিত্রে পেয়ে আমরা সৌভাগ্যবান।’
দেশের অন্যতম নানা ধরণের চরিত্রে অভিনয় করতে ও সবচেয়ে ভালো অভিনেত্রীদের একজন জানিয়েছেন শ্রেয়াস। আরো বলেছেন, চরিত্রটিতে তাকে বিশেষ অনুগ্রহ দেখিয়ে নেওয়া হয়েছে।
জানিয়েছেন, ‘এ আমার জন্য বড় দায়িত্ব। কঙ্গনার পরিচালনাও বিরাট গৌরবের হবে। আমি আনন্দিত। পুরো দলের জন্য শুভকামনা।’
ওএফএস।