নতুন গল্পকার ও অভিনয়শিল্পীর খোঁজে ফিকশন ফিয়েস্তা
শুরু হতে যাচ্ছে আরটিভি ও প্রিয়ন্তীর যৌথ উদ্যোগে নতুন গল্পকার ও অভিনয়শিল্পী খুঁজে বের করার আয়োজন। ‘আরটিভি ফিকশন ফিয়েস্তা ইন/অ্যাসোসিয়েশন উইথ প্রিয়ন্তী’ শিরোনামে এই আয়োজনে একঝাঁক অভিনয়শিল্পীর পাশাপাশি নতুন গল্পকারদের খুঁজে বের করা হবে।
নতুন গল্পকারদের গল্প ও অভিনয় শিল্পীদের নিয়ে নির্মিত ২টি করে একক নাটক প্রতি সপ্তাহে প্রচারিত হবে আরটিভিতে এবং বছর শেষে প্রচারিত মোট ১০০টি একক নাটক থেকে স্যোশাল মিডিয়ার মাধ্যমে নির্বাচিত সেরা অভিনয়শিল্পী ও সেরা গল্পকারদেরকে পুরস্কৃত করা হবে।
বর্তমানে চলছে এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া। রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
প্রিয়ন্তীর সিইও মনোয়ার পাঠান বলেন, ‘অভিনয়শিল্পী ক্যাটাগরিতে যারা অংশগ্রহণ করতে চায় তারা তাদের অভিনয়ের সর্বোচ্চ ১-২ মিনিটের ভিডিও ক্লিপ এবং যারা গল্পকার ক্যাটাগরিতে অংশগ্রহণ করতে চায় তারা তাদের গল্পটি পিডিএফ ফাইল করে ‘Rtv Fiction Fiesta’ ফেসবুক পেজে ইনবক্স করে রেজিস্ট্রেশন করতে পারবেন।’
তিনি আরও জানান, জুলাই মাসে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আগস্ট ১১ তারিখে প্রাথমিক বাছাইকৃতদের ফলাফল জানিয়ে দেওয়া হবে। প্রাথমিক বাছাইকৃতদের মধ্য হতে চূড়ান্ত বাছাই করা হবে আগামী ১৮-২০ আগস্ট ঢাকায়।
যারা নির্বাচিত হবে তাদেরকে গ্রুমিং করে নাটকের শুটিংয়ের জন্য তৈরি করা হবে ২২ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বরের মধ্যে।
এএম/এমএমএ/