আপিল করছেন অ্যাম্বার হার্ড ও জনি ডেপ
জনি ডেপ ও অ্যাম্বার হার্ড দুজনেই এখন তাদের ‘ভার্জিনিয়া ডিফারমেশন কেস’ বা ‘ভার্জিনিয়া মানহানির মামলার রায়ের বিপক্ষে আপিলের দিকে এগিয়ে গিয়েছেন।
বৃহস্পতিবার (২১ জুলাই) ভার্জিনিয়া কোর্ট অব আপিলসে ৩৬ বছরের অ্যাম্বার হার্ডের একটি আপিল নোটিশ দাখিলের পর ৫৯ বছরের ডেপ শুক্রবার (২২ জুলাই) তার আপিল দাখিল করেছেন। তিনি সচেষ্ট আছেন, মামলায় হার্ডকে দুই মিলিয়ন মাকিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার রায়টি উল্টে দিতে।
এই মামলায় জুরিরা জেনেছেন ও রায় দিয়েছেন, অভিনেত্রী অ্যাম্বার হার্ড ২০১৮ সালে জনি ডেপকে অপমানিত করেছেন ও তারা রায়ে ডেপকে ১০ মিলিয়ন ডলারের বেশি পুরস্কৃত করার রায় দিয়েছেন।
এর বিপক্ষে পাল্টা দাবিতে হার্ড বলেছেন তিনটি যুক্তি। সেগুলো তার পক্ষে গিয়েছে। একটি হলো, জনি ডেপ তার আইনজীবি অ্যাডাম ওয়াল্ডম্যানের মাধ্যমে ২০২০ সালে তাকে অপমানিত করেছেন।
জনি ডেপের ঘনিষ্ট একটি সূত্র পিপল ম্যাগাজিনকে বলেছেন, ‘এটি ছিল অভিনেতার জন্য অপ্রতিরোধ্যভাবে পজিটিভ একটি রায়। যিনি বিশ্বাস করেন, সেটি একটি সময় ছিল, দুই পক্ষের জন্যই, যারা তাদের জীবন ও আত্মার জন্য সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন।’
সূত্রটি আরো উল্লেখ করেছে, ‘তবে যদি হার্ড রায়ের বিপক্ষে ভবিষ্যতে মামলা করেন বা আপিল করেন, তাহলে জনি ডেপও আপিল করবেন। যেখানে পুরো রেকর্ড ও সংশ্লিষ্ট আইন বিষয়াবলী থাকবে যাতে কোর্ট অফ আপিল বিবেচনা করেন।’
এই বিষয়ে জানতে অ্যাম্বার হার্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও পিপলকে সাড়া দেননি তিনি।
গেল সপ্তাহে বিচারক পেনি অ্যাজকারেট হার্ডের ভুল বিচারের আবেদন বাতিল করে দিয়েছেন।
আপিল নিয়ে সামনের দিকে এগিয়ে গেলে হার্ডকে একটি বন্ড বা অঙ্গীকারনামা প্রদান করতে হবে। তাতে তিনি পুরো ক্ষতিপূরণ দেবেন হেরে গেলে।
এই নিয়ে বৃহস্পতিবার তার একজন মুখপাত্র বলেছেন, ‘প্রথম রায়ে যে ভুলগুলো হয়েছে, যে শূণ্যতাগুলো তৈরি হয়েছে, সেগুলো পূরণ করে দেবেন ও একটি ন্যায্য বিচার করবেন বলে বিশ্বাস করে আদালতে মামলা দায়ের করছেন তিনি।’
তিনি আরও বলেছেন, ‘আমরা এখানে রায় পুর্ণবিবেচনার জন্য এসেছি।’
‘আমরা আজকে ফাইল করতে গিয়ে উপলদ্ধি করেছি, টুইটারে এই বিষয়ে আগে দেওয়া পোস্টগুলো জ্বলে উঠবে। আমরা আরো জেনেছি, এখন অনেক কাজ গ্রহণ করতে হবে ন্যায়পরায়ণতা ও সুবিচারের জন্য।’
এই বিষয়ে ডেপের একজন মুখপাত্র বলেছেন, ‘জুরিরা ব্যাপক ও বিস্তৃত তথ্য উপাত্তগুলো শুনেছেন, আগের ছয় সপ্তাহের ট্রায়ালে ও পরিষ্কার হয়েছেন এবং সর্বসম্মতভাবে রায় দিয়েছেন যে, প্রাতবাদী নারী নিজেই জনি ডেপকে অপমান করেছেন।’
‘আমাদের আমাদের মামলার বিষয়ে অপরিবর্তিত রয়েছি এবং মামলার তথ্যগত বিষয়েও এই অবস্থানে থাকব ।’
ওএস/