বিশ্বখ্যাত পাঁচ তারকাকে দেওয়া হলো কেনেডি সেন্টার সম্মাননা
এই বছরের কেনেডি সেন্টার সম্মাননায় ভূষিত হয়েছেন সাবেক ‘ব্যাটম্যান’ তারকা, ‘রক অ্যান্ড রোল হল অব ফেম’র কয়েকজন সদস্য ও একজন পুলিৎজার পুরস্কার জয়ী।
জর্জ ক্লুনি, ইউটু ব্যান্ড ও কিউবান আমেরিকান কম্পোজার তানিয়া লেওন কেনেডি সেন্টার সম্মাননায় ভূষিত হয়েছেন।
পুরস্কারটি আরো লাভ করেছেন পপ গায়িকা অ্যামি গ্রান্ট ও সোল গানের কিংবদন্তী গ্লাডিস নাইট।
বৃহস্পতিবার এই শিল্পকলার প্রতিষ্ঠানটি তাদের নাম ঘোষণা করেছে।
‘দি কেনেডি সেন্টার অনারস’ নামের পুরস্কারটি প্রদান করে ‘দি জন এফ কেনেডি সেন্টার ফর পারফরর্মিং আর্টস’। তাদের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। নানা ক্ষেত্রের তারা অসাধারণ শিল্পীদের সম্মাননাগুলো প্রদান করেন।
গেল বছর পুরস্কারটি লাভ করেছেন গায়িকা ও গীতিকার জোনি মিচেল, মার্কিন ইউনিভার্সেল মিউজিক গ্রুপের একটি রেকর্ড লেবেল কম্পানি মোটাউন রেকর্ডের নির্বাহী ব্যারি গোডি ও এনবিসির স্যাটারডে নাইট লাভের নির্মাতা লোন মাইকলস।
এবার দেওয়া হয়েছে ৪৫তম পুরস্কার। যারা লাভ করেছেন তারা সিনেমা ও টিভি এবং গানের তারকা।
এবারের পুরস্কারজয়ী জর্জ ক্লুনি একজন বিখ্যাত মার্কিন সিনেমা অভিনেতা ও নায়ক। ৬১ বছরের তারকা সিনেমা নির্মাতাও। তিনি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, চারটি গোল্ডেন গ্লোব, চারটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড ও দুটি অস্কার জয় করেছেন। অস্কারের একটি অভিনয়ের, অন্যটি প্রযোজনার। তিনি একজন দাতা। ওশানস ইলেভেন, দি ডিসেন্ডেন্টস ও ব্যাটম্যান সিরিজের জন্য বিশ্বজুড়ে খ্যাতিমান।
এবারের কেনেডি সেন্টার পুরস্কার জয় করা ‘ওটু’ ব্যান্ড আইরিশ তারকা বনোর হাতে গড়া। তিনি তার ব্যান্ড দলের প্রধান ভোকাল ও প্রাথমিক গীতিকার। রিদম গিটারবাদক। তার ইউটু একটি আইরিশ রক গানের দল। ১৯৭৬ সালের এই ব্যান্ড দলে আরো আছেন দি এজ (তিনি লিড গিটারবাদক, কিবোর্ডিস্ট ও ব্যাক ভোকালিস্ট), অ্যাডাম ক্লেইটন (তিনি বেজ গিটার বাদক) ও ল্যারি মালেন জুনিয়র (তিনি ড্রামস ও পারকাশনবাদক)। তারা তাদের কনসার্টগুলোর জন্য বিখ্যাত। রক ও সমাজ সচেতনতামূলক গান গাইছেন ১৯৮০’র দশক থেকে।
৭৯ বছরের তানিয়া লিওন কয়েক দশক ধরে আসল কম্পোজিশন লিখে চলেছেন। সেগুলো তার ঐতিহ্য থেকে উৎসরিত। ২০২১ সালে তাকে সঙ্গীতের পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। সেটি স্ট্রাইডের জন্য। গানটি তিনি রচনা করেছেন তাদের কালো সঙ্গীতের ঐতিহ্যের মিশ্রণে। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিম ক্যারিবিয়ানের কৃষ্ণাঙ্গ সঙ্গীতের উত্তরাধিকার।
অ্যামি গ্রান্ট প্রথম শিল্পী হিসেবে সমকালীন খ্রিস্টান সঙ্গীতকে আমেরিকান সংস্কৃতির পুরোভাগে নিয়ে এসেছেন।
কেনেডি সেন্টারের চেয়ারম্যান ডেইভিড রুবেনস্টাইন একটি বিবৃতিতে আরো বলেছেন, “গ্লাডিস নাইট ‘সোল গানের কিংবদন্তী’ হিসেবে সাতবার গ্র্যামি অ্যাওয়ার্ড জয় করেছেন। তিনি সোলের রাণী হিসেবে স্বীকৃত।”
‘নাইট ও ইউটু রক অ্যান্ড রোল হল অব ফেমে জায়গা করে নিয়েছেন তাদের কাজের গুণে।’
কেনেডি সেন্টারের পুরস্কার জয় করা পাঁচ শিল্পীই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নাইট বলেছেন, তাকে নির্বাচন ক্যারিয়ারের অন্যতম অর্জন হিসেবে গণ্য হবে।
ইউ টু বলেছে, তাদের মার্কিন যুক্তরাষ্ট্রে লাভ করা অন্যতম সেরা সম্মান।
ক্লুনি বলেছেন, ‘আমার নামটি কেনেডি সেন্টারের সম্মাননায় বলার পর সত্যিকারের উত্তেজনায় আশ্চর্য হয়েছি।’
তিনি এরপর উল্লেখ করেছেন, ‘কেন্টাকির একটি ছোট্ট শহরে বড় হয়েছিল। কোনোদিনও ভাবতে পারিনি, একদিন আমার মতো একজন মানুষ কেনেডি সেন্টারের বারান্দায় সম্মান গ্রহণ করতে বসতে পারব। অন্য শিল্পীদের সঙ্গে একত্রে আমার নাম উচ্চারণ সত্যিকারের সম্মান।’
গালা নাইটের মাধ্যমে তাদের হাতে স্মারকগুলো তুলে দেবে কেনেডি সেন্টার। এই আয়োজনের নাম হলো ‘দি কেনেডি সেন্টার অনারস গালা’। সেখানে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন করবেন। ৪ ডিসেম্বর আয়োজনটি বর্ণাঢ্য আকারে হবে। একটি টিভি সংস্করণ সেদিন সিএসবিতে প্রচারিত হবে।
ছবি : এবারের কেনেডি সেন্টার পুরস্কার জয় করেছেন-জর্জ ক্লুনি, ইউটু ব্যান্ড, তানিয়া লেওন, অ্যামি গ্রান্ট ও গ্লাডিস নাইট।
ওএস।