২০ বছর পর কেন বিয়ে করলেন ‘দি ব্যানেফার’?
জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক আনুষ্ঠানিকভাবে বিয়েটি করেছেন, জানিয়েছেন লোপেজের একটি ঘনিষ্ট সূত্র সিএনএনকে। তারা ১৬ জুলাই ২০২২ তারিখে বিয়ে করেছেন ঘনিষ্টদের নিয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে, বলেছে সূত্রটি।
নিজের নিউজ লেটারে রবিবার ১৭ জুলাই বিয়ের কথা নিশ্চিত করেছেন লোপেজ। সেখানে তিনি শেষ কথাটি লিখেছেন, ‘মিসেস জেনিফার লিন অ্যাফ্লেক।’
বলেছেন সেখানে, ‘গত রাতে (১৫ জুলাই) আমরা বিমানে উড়ে গিয়েছিলাম ভেগাসে। আরো চারটি দম্পতির সঙ্গে লাইনে দাঁড়িয়েছিলাম বিয়ের লাইসেন্স নেবার জন্য। সেখানে কাজ সম্পন্ন করলাম। আমরা মধ্য রাতে মাত্রই বিয়ে সম্পন্ন করলাম দি লিটল হোয়াইট ওয়েডিং চ্যাপেলে (১৯৯৬ সালে প্রতিষ্ঠিত লাস ভোসাগের এই বিয়ের গীর্জাটিতে এর মধ্যে ৮০ হাজার বিয়ে সম্পন্ন হয়েছে। অনেক তারকার বিয়ের আয়োজনের জন্য বিখ্যাত। ফ্রাঙ্ক সিনাত্রা, জুডি গারল্যান্ড, মিকি রুনি, মাইকেল জর্ডান, ব্রুস উইলিস ও ডেমি মুর এবং সর্বশেষ ব্রিটনি স্পিয়ার্স বিয়ে করেছেন এখানে।)’
জেনিফার লোপেজ আরো লিখেছেন, ‘তারা আমাদের ছবি তুলতে দিয়েছেন একটি গোলাপী ক্যাডেলাক কনভারটেবল গাড়িতে, গাড়িটি স্বাভাবিকভাবেই একসময় রাজা নিজেই ব্যবহার করতেন। তবে আমরা যদি এলভিস প্রিসলিকে চাই, তাহলে আরো টাকা নেবে ও তিনি তখন বিছানায় মূর্তি হিসেবে শুয়ে।’
নিজের একটি পুরোনো ছবিতে ব্যবহার করা বিশেষ পছন্দের পোষাক পরেছেন তিনি বলে লিখেছেন ও সংগ্রহশালার একটি পছন্দের জ্যাকেট পরেছেন অ্যাফ্লেক।
‘লিটল চ্যাপেল গীর্জায় আমরা আমাদের সংকল্পগুলো পড়লাম পাদ্রীদের মাধ্যমে এবং তারপর একজন আরেকজনকে বিয়ের আংটিগুলো পরালাম। এগুলো আমরা প্রতিশ্রুতি অনুসারে বাকি জীবন দম্পতি হিসেবে পরব।’
‘দি ব্যানেফার’ নামে খ্যাত হলিউডের এই তারকা জুটি ২০ বছরের বেশি প্রেম করেছেন। ২০০১ সালের ডিসেম্বরে তাদের প্রণয়ের শুরু। সেটি ছিল ‘গিগলি’ নামের একটি রোমান্টিক কমেডির শুটিং। এরপর থেকে তাদের মধ্যে ভালোবাসার সম্পর্কের শুরু হয়।
২০০২ সালের নভেম্বরে তারা বাগদান সম্পন্ন করেন। তবে ২০০৩ সালের সেপ্টেম্বরে তাদের ঘোষিত বিয়ের অনুষ্ঠান স্থগিত করেন। এর কারণ হিসেবে বলেছেন, তাদের বিয়ে দিয়ে গণমাধ্যমের অতিরিক্ত কৌতুহল প্রদর্শন। ফলে তাদের ব্যক্তিগত জীবনের হানি হচ্ছে বলে মনে করেছেন তারা।
তারা এরপর এই বিয়ের আগ পর্যন্ত কোনোদিনও দুজনে একত্রে গীর্জায় যাননি। ২০০৪ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানও বাতিল করে দেন।
এর মধ্যে ১৭টি বছর পেরিয়ে দিয়েছে। বিয়ে করেছেন ও সন্তান হয়েছে।
এরপর আবার অ্যাফ্লেক লোপেজকে প্রস্তাব করেছেন এই এপ্রিলে।
এই নিয়ে নিজের নিউজ লেটারে জেনিফার বলেছেন, “তখন আমার চারদিকে কোনো প্রহরী ছিল না। আমি তার চোখের দিকে তাকালাম। সে হাসছিল। সে আমার হাত ধরতে চেষ্টা করছিল। এই প্রস্তাবটি এলো ২০ বছর পর। সবকিছু ঘটে যাবার পর। কাঁদতে, কাঁদতে স্বাভাবিকভাবেই আমার মুখ দিয়ে কোনো কথা ফুটছিল না। সে জিজ্ঞাসা করলো, এ কী ‘হ্যাঁ’। আমি বললাম, ‘হ্যাঁ’, অবশ্যই এ ‘হ্যাঁ’।”
ওএস।