প্রকাশিত হলো মাকসুদ-প্রিন্সের ২৬ বছর পর করা গানের টিজার
প্রিন্স মাহমুদ ও ফিডব্যাক এবং মাকসুদ ও ঢাকা ব্যান্ডখ্যাত তারকা মাকসুদুল হক বাংলা গানের আকাশে অনন্য তারকা। ৯৫ থেকে ২০২২ পর্যন্ত প্রতি ঈদেই প্রকাশিত হয়েছে প্রিন্স মাহমুদের গান। মাকসুদও নিয়মিত গানে।
এবার টানা ২৬ বছর পর প্রিন্স মাহমুদের সুরে এই ঈদে আসছে ফিডব্যাক এবং মাকসুদ ও ঢাকা-খ্যাত তারকা মাকসুদুল হক। গানের শিরোনাম ‘সাতে-পাঁচে’। গানটির কথা লিখেছেন স্যামুয়েল হক। সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার।
গানটি মুক্তির আগেই শুক্রবার (৮ জুলাই) রাতে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে একটি টিজার। ঈদের রাতেই প্রকাশিত হবে গান ও ভিডিও।
২৬ বছর আগে প্রিন্স মাহমুদের সুরে গেয়েছিলেন ব্যান্ড তারকা মাকসুদ। অ্যালবামটির নাম ছিল ‘ক্ষমা’। ৯০ দশকের সেরা ব্যান্ড মিক্স অ্যালবাম বলা হয় এটিকে। ১৯৯৬ সালে প্রকাশিত সেই অ্যালবামের সুপারহিট গান ‘কেন মন নিয়ে এত দাও যন্ত্রণা’ গানটি গেয়েছিলেন মাকসুদ। যা আজও সমান জনপ্রিয়। সেই সৃষ্টির টানা ২৬ বছর পর আবারও এক হলেন ‘সাতে-পাঁচে’ দিয়ে অসাধারণ অনেক গানের দুই স্রষ্টা।
‘সাতে-পাঁচে’ গানচিত্রটি প্রকাশ হচ্ছে জি-সিরিজের ব্যানারে।
এএম/