বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Dhaka Prokash

‘আমার স্বামী অধ্যবসায়ী ছিলেন’ : তরুণ মজুমদারের স্ত্রী সন্ধ্যা রায়

নামকরা অভিনেত্রী সন্ধ্যা রায় তরুণ মজুমদারের সঙ্গে প্রথম অভিনয় করেছেন ১৯৬৩ সালে, তার ‘পালাতক’ ছবিতে। এরপর থেকে ক্যারিয়ারে মোট ২০টি ছবিতে অভিনয় করেছেন তার পরিচালনায়। ‘গণদেবতা’র জন্য তিনি পূবের সেরা অভিনেত্রীর অ্যাওয়ার্ড জয় করেছেন ফিল্ম ফেয়ারের। ছবিটি ১৯৭৮ সালের। তরুণ মজুমদারের অপূর্ব সৃষ্টি।

১৯৬০’র দশকের শেষের দিকে এই জুটি বিয়ে করেছেন। আজ ৯১ বছরে ভারতের সবোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ লাভ করা তার স্বামী চলে যাওয়ার পর শোকে আকুল হয়ে গিয়ে এই পরিচালকের সঙ্গে তার যাত্রা স্মরণ করেছেন তিনি।

কীভাবে তিনি তাকে একজন অভিনেত্রী হিসেবে গড়ে উঠতে সাহায্য করেছেন জানিয়েছেন।

তিনি বলেছেন প্রথমে, ‘পিতামাতা, সন্তান ও স্বামী স্ত্রীই হলেন আসল আত্মীয়। তারাই আপনার অনুপ্রেরণা। অন্যেরা প্রয়োজনে আসেন ও কাজ সেরে চলে যান। তবে তারা আপনার জীবনের খুঁটি। আজ আমি আমার এইজন স্বামীকে হারিয়ে ফেললাম। আমার এই শোক প্রকাশের কোনো উপায় নেই। অত্যন্ত ব্যাথা অনুভব করছি বেদনাকে সইতে গিয়ে।’

তরুণ মজুমদারকে তিনি একজন ‘অধ্যবসায়ী’ শিল্পব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেছেন-‘আমি তাকে একজন অধ্যবসায়ী পরিচালক বা চলচ্চিত্র নির্মাতা হিসেবে দেখেছি। তিনি তেমন একজন লেখক ছিলেন। উপরন্তু তিনি তরুণ শিল্পীদের সিনেমার জন্য উপযোগী করে গড়ে তুলতেন ভালোবাসা ও যত্ন নিয়ে। আমার ক্যারিয়ারে যথেষ্ট পরিচালকের সঙ্গে কাজ করেছি। তার চেয়ে অধ্যবসায়ী আর কাউকে দেখিনি।’

তিনি তার অভিনয় দক্ষতার একজন পূর্ণ সমঝদার ছিলেন। তাদের ছবিগুলোর কয়েকটি পুরস্কার জয় করেছে, জাতীয় পর্যায়েও। ফিল্ম ফেয়ারের গণদেবতাতে আরো ছিলেন সৌমিত্র চ্যাটার্জি, অজিতেষ ব্যানার্জি, রবি ঘোষ ও অনুপ কুমার। অত্যন্ত প্রশংসিত ছবিটি। ‘সেরা জনপ্রিয় সিনেমা’র পুরস্কার জয় করেছে হোলসাম এন্টারটেইনমেন্টের। ‘সেরা শিশু শিল্পী’র জাতীয় পুরস্কারটি জয় করেছেন কাঞ্চন দে বিশ্বাস।

‘তিনি আমাকে একজন শিল্পীর স্বাধীনতাটুকু দিয়েছিলেন। আমার অভিনয় ক্ষমতার ওপর আস্থা ও বিশ্বাস রেখেছেন। আমাকে বেড়ে ওঠার সুযোগ দিয়েছেন। আমাকে আমার দক্ষতার বিকাশ ঘটানোর স্বাধীনতা দিয়েছিলেন-বলেছেন সন্ধ্যা রায়।

তারা ১৯৯০’র দশকে আলাদা হয়ে যান। একজন রাজনীতিবিদ হিসেবে ভারতে তৃণমূল কংগ্রেসে কাজ করেন সন্ধ্যা। তিনি নির্বাচিত সংসদ সদস্য।

তাদের বিখ্যাত সিনেমাগুলো হলো রাহগির, কুহেলী, শ্রীমান পৃথ্বিরাজ, নিমন্ত্রণ, ফুলেশ্বরী, তাজিনী ইত্যাদি।

ওএস।

Header Ad
Header Ad

রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি

ছবি: সংগৃহীত

রাজধানীতে বড় সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিভিন্ন জেলা ও বিভাগীয় শহর থেকে নেতাকর্মীরা এতে অংশ নেবেন। সমাবেশে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। দলটির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যৌথসভার পর এ সিদ্ধান্ত জানানো হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, শ্রমিকদের জাতীয় মজুরি আদায় করতে না পারায় শ্রমজীবী মানুষ শান্তিতে নেই। বিএনপি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য মে দিবস যথাযথভাবে পালন করবে। জাতীয় শ্রমিক দলের উদ্যোগে আগামী ১ মে মহান মে দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ হবে।

এর আগে, যৌথসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যোগদেন, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী যুবদল ও মহিলা দলের শীর্ষ নেতারা।

 

Header Ad
Header Ad

সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি

ছবি: সংগৃহীত

এবার সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। হত্যাচেষ্টা, প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারকে পরোয়ানা কার্যকর করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

নাজমুল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মা।

জানা যায়, পুলিশ কর্মকর্তা নাজমুলকে সম্প্রতি ওএসডি করে বরিশাল বদলি করা হয়। বদলির দীর্ঘদিন হলেও নতুন কর্মস্থলে যোগদান করেননি। যদিও সবশেষে বরিশালে যোগ দিয়ে আবারও ছুটিতে আসেন।

প্রসঙ্গত গোয়েন্দা কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে বিএনপি, জামাতসহ বিরুদ্ধ মত দমনের অভিযোগ রয়েছে। সাইবার ক্রাইমের এডিসি থাকাকালে আওয়ামী সরকারের বিরুদ্ধে কেউ পোস্ট দিলে, কিংবা সোস্যাল মিডিয়ায় সমালোচনা করলে-তাকে ধরে এনে মামলা, নির্য়াতন এবং ভয়ভীতি দেখিয়ে পোস্ট মুছে ফেলতে বাধ্য করতেন। এমনকি সাংবাদিকরা সরকারবিরোধী কিংবা নাজমুলের পছন্দের কোন ব্যক্তির বিরুদ্ধে রিপোর্ট করলে, তাকে তুলে নিয়ে হুমকিধমকি দিতেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শায়েস্তা করতেও খায়েশ জানিয়েছিলেন নাজমুল। তবে ৫ আগস্টের পর মুখোশ বদলানোর চেষ্টা করছেন। নিজেকে বিএনপিপন্থি পরিচয় দেওয়ার চেষ্টাও করছেন তিনি।

Header Ad
Header Ad

কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন এলাকা পেহেলগামে সেনাবাহিনীর ছদ্মবেশে চালানো সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। নিহতদের মধ্যে রয়েছেন দুই বিদেশিও। হামলায় আহত হয়েছেন আরও ১২ জন।

মঙ্গলবার (২২ এপ্রিল) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে বাইসারান উপত্যকার উপরের চারণভূমিতে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। প্রত্যন্ত এই এলাকায় ঘোড়া কিংবা পায়ে হেঁটে যেতে হয়। পুলিশ ধারণা করছে, এটি ছিল পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে সংবাদমাধ্যম পিটিআই জানায়, খুব কাছ থেকে গুলি চালানো হয় পর্যটকদের ওপর। মুহূর্তেই সৃষ্টি হয় আতঙ্ক। হতাহতদের চিৎকারে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। হৃদয়বিদারক দৃশ্যগুলোতে দেখা যায়—স্থানীয়রা ছুটে এসে আহতদের সেবা করছেন, অনেক নারী যন্ত্রণায় কাতরাচ্ছেন।

নিহতদের মধ্যে একজন ছিলেন কর্নাটকের শিভামোগ্গার এক রিয়েল এস্টেট ব্যবসায়ী। ভয়াবহ সেই হামলার সময় স্ত্রী ও সন্তানের সামনেই তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

এই হামলা এমন এক সময় ঘটল যখন কাশ্মীরজুড়ে পর্যটন মৌসুম তুঙ্গে। পাশাপাশি ‘আমারনাথ যাত্রা’ উপলক্ষে চলছে পূর্ণ প্রস্তুতি। উল্লেখ্য, এই তীর্থযাত্রার একটি রুটই পেহেলগাম হয়ে ৪৮ কিলোমিটার দীর্ঘ পথ।

হামলার পরপরই এক্স-এ (সাবেক টুইটার) ক্ষোভ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের লড়াই আরও কঠোর ও নির্ভীক হবে।”

তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেন এবং দ্রুত নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য একটি জরুরি বৈঠকের আহ্বান জানান।

অন্যদিকে দিল্লিতে নিজের বাসভবনে অমিত শাহ উচ্চপর্যায়ের বৈঠক করেন। এতে উপস্থিত ছিলেন গোয়েন্দা ব্যুরোর প্রধান তপন ডেকা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ মোহান।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

রাজধানীতে বড় সমাবেশ ডেকেছে বিএনপি
সাবেক গোয়েন্দা কর্মকর্তা নাজমুলকে গ্রেপ্তারে পরোয়ানা জারি
কাশ্মীরে পর্যটকদের ওপর বন্দুক হামলা, নিহত ২৬
পালিয়ে গিয়েও থেমে নেই আড্ডা, কলকাতায় দেখা মিলল সাবেক মেয়র জাহাঙ্গীরের
বাবা হতে যাচ্ছেন নির্মাতা কাজল আরেফিন অমি
পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা গ্রেফতার
সংস্কারের নামে নাটক না করে দ্রুত নির্বাচন দিন: রুমিন ফারহানা
সমালোচনার মুখে পদত্যাগ করলেন উত্তর সিটির প্রশাসকের উপদেষ্টা ড. আমিনুল
আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা জানালেন আইন উপদেষ্টা
গোবিন্দগঞ্জে ১১ বছর পর আ.লীগের সাবেক এমপিসহ ২২১ জনের বিরুদ্ধে জামায়াতের মামলা
শেখ হাসিনাকে দেয়া ডিগ্রি বাতিলের কথা ভাবছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়
বিএনপি সবসময় মানবতার পক্ষে কাজ করে: আমিনুল হক
জামিনে মুক্ত শীর্ষ সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
ঢাকায় এডিস মশা নিয়ন্ত্রণে কাজ করবে সেনাবাহিনী
শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফেরাতে দুদকের কার্যক্রম শুরু
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি
সংঘর্ষের জেরে সিটি কলেজ দুইদিন বন্ধ ঘোষণা
রাষ্ট্রের বিষয়ে তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে আলোচনা করতে চায় বিএনপি
বাংলাদেশ থেকে ৭২৫ সেনা নেবে কাতার
উড্ডয়নের আগে বিমানে আগুন, রক্ষা পেলেন ৩০০ যাত্রী