জোভান-মেহজাবীনের ‘ব্যবধান’

একটা সময় যাকে ছাড়া একটা দিন কাটে না। হঠাৎ তার সঙ্গে হয়ে যায় বিচ্ছেদ। আর বিচ্ছেদের ছ’মাস পরই তার মোবাইল নাম্বার, নাম ও ঠিকানা ভুলে যাওয়া।
যদি এসবের উল্টো হয় তবে বুঝে নিতে হবে ভালোবাসা ছিল গভীর। এমনই এক সম্পর্কের গল্প নিয়েই ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন মিজানুর রহমান আরিয়ান।
নাটকটির নাম ‘ব্যবধান’। নির্মাতার সঙ্গে নাটকটির গল্প যৌথভাবে লিখেছেন সোহাইল রহমান। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জোভান ও মেহজাবীন চৌধুরী।
নাটকটি সম্পর্কে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘কিছু কিছু সম্পর্কের কোনও সমাপ্তি থাকে না। এর মানে এই নয় যে সম্পর্কটা শেষ। বরং এর মানে সম্পর্কটির আসলে কোনো শেষ নেই। গল্পটি ভিন্ন ধারার দু’জন মানুষের ভালোবাসা নিয়ে। কিন্তু সেই ভালোবাসার পরিণতি জানতে হলে দেখতে হবে ‘ব্যবধান’।’ ‘ব্যবধান’ উন্মুক্ত হচ্ছে আসছে ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে।
এএম/এমএমএ/
