‘টিকেট টু প্যারাডাইজ’ নিয়ে আসছেন জুলিয়া রবার্টস ও জর্জ ক্লুনি
ক্ষণকালের জন্য সিনেমামোদীরা তাদের একত্রে দেখেছেন পদায়, তবে জর্জ ক্লুনি ও জুলিয়া রবার্টস এখনো স্মৃতিটুকু ধরে রেখেছেন। ‘ওশান এলাভেনস’ সহ-অভিনেতারা ফিরে এসেছেন আবার-একটি পূর্ণ রোমান্টিক কমেডিতে। এই পর্যন্ত তাদের নিয়ে এই ধরণের প্রথম সিনেমা।
ছবিটির নাম ‘টিকেট টু প্যারাডাউজ’। তারা অভিনয় করেছেন সাবেক বাবা-মায়ের। যারা একত্র হয়েছেন শেষ পর্যন্ত তাদের একমাত্র মেয়েকে ‘বালি’তে একজন মানুষকে বিয়ে করা ঠেকাতে, যে কেবল প্রথম দেখেছে তাকে। তাদের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন কেইটলিন ডিভার। মোটে ২৫ বছরের অনিন্দ্য এই অভিনেত্রী ২০১১ থেকে ’১৫ সালের টিভি সিরিজ জাস্টিফাইডের জন্য নাম করেছেন। একটি ফক্স টিভির অপরাধ ও গোয়েন্দা কাহিনী। দুবার গোল্ডেন গ্লোবের জন্য মনোনয়নও পেয়েছেন। আর বালির কথা তো আমরা সবাই জানি। এটি ইন্দেনেশিয়ার সর্বপশ্চিমে, বিখ্যাত পর্যটনদ্বীপগুলোর সমষ্টি।
জুলিয়া রবার্টসের সঙ্গে অভিনয় করা নিয়ে জর্জ ক্লুনি বলেছেন, ‘এর মাঝের ১৯টি বছর আমার জীবনে খারাপ কেটেছে।’ তিনি তার সঙ্গে এখানে একটি উত্তেজনাময় ছবিতে অভিনয় করেছেন বলে জানিয়েছেন। আরো জানিয়েছেন, জুলিয়ার চরিত্রটি ক্লুনিকে একটি বিমানের উড্ডয়নের কাছে নিয়ে গিয়ে বসিয়েছে।
এই ছবি নিয়ে জুলিয়া রবার্টস বলেছেন, ‘আমরা মোটে পাঁচ বছরের দাম্পত্য জীবন কাটিয়েছি। এরপর জর্জ ক্লুনি বলেছেন, ‘আমি আরোগ্য লাভের সময়গুলোকে গুনছি।’
নিজের চরিত্রগুলো সম্পর্কে এই বরেণ্য সুপারস্টার অভিনেত্রী নিউ ইয়র্ক টাইমসের ম্যাগাজিনকে সম্প্রতি বলেছেন, ‘আমার ভক্ত ও অনুরাগীরা কখনো, কখনো ভুল বোঝেন যে, আমি কেন একটি রোমান্টিক কমেডি বা আবেগঘন কৌতুকনির্ভর ছবিতে অভিনয় করিনি? এর কারণ তাদের কাছে-আমি এই ধরণের ছবি করতে অপেক্ষা করিনি।’ এর ব্যাখ্যা দিয়েছেন তিনি এভাবে, “যদি কোনো গল্প বা চিত্রনাট্য পড়ি যেটি আমার মতে, ‘নটিং হিল’ ছবির পর্যায়ের বা ‘মাই বেস্ট ফ্রেন্ড ওয়েডিং’ সিনেমার গল্পের মতো পাগলাটে বা খ্যাপাটে মজার হতো, সেটি আমি করতাম। তেমনটি ঘটেনি এর আগে পর্যন্ত। এখানেই তেমনটি ফিরে পেলাম মাত্রই, যেটি ওল পার্কার লিখেছেন ও পরিচালনা করেছেন।’ তিনি বলেছেন, টিকেট অব প্যারাডাইজের কথা।
ছবিটি ২১ অক্টোবর থেকে হলগুলোতে মুক্তি পাবে। ৫৭ বছরের এই মার্কিন অভিনেত্রীকে হলিউডের সবচেয়ে পয়সা ফেরত আনা তারকাদের একজন গণ্য করা হয়। তিনি নানা ধরণের চরিত্র-রোমান্টিক থেকে বিভিন্ন ধরণের থ্রিলার ও অ্যাকশন ছবিতে অভিনয় করে চলেছেন। তার অনেকগুলো ছবি বিশ্বজুড়ে হলগুলো থেকে ১শ মিলিয়নের বেশি আয় করেছে। পুরো দুনিয়ায় বছরের সেরা আয় করা ছবি হয়েছে জুলিয়া রবার্টসের মোট ছয়টি ছবি। তিনি একটি করে অস্কার, ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড ও তিনটি গোল্ডেন গ্লোব জয় করেছেন।
জর্জ ক্লুনির অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র পরিচালনা ও প্রযোজনার-অসামান্য অভিজ্ঞতা আছে। তিনি একটি ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড, চারটি গোল্ডেন গ্লোব ও দুটি অস্কার জয় করেছেন। একটি অভিনয় ও অন্যটি তার প্রযোজনার জন্য। ২০১৮ সালে তাকে ‘দি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট (এএফএ)’ আজীবন সম্মাননা দিয়েছে।
ছবি : জুলিয়া রবার্টস, জর্জ ক্লুনি ও কেইটলিন ডিভার।
ওএস।