দুই দিনব্যাপী নাট্যোৎসব
চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা এন্ড মিউজিক-এর ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষ দুই দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে।
নগরীর থিয়েটার ইন্স্টিটিউট মিলনায়তনে আগামী ১ ও ২ জুলাই ফেইম নাট্যকলা বিভাগ ও শিশুনাট্য বিভাগের সাম্প্রতিক সময়ের দুটি প্রযোজনা নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
অস্কার ওয়াইল্ড এর বিখ্যাত গল্প ‘দ্য হ্যাপি প্রিন্স’ অবলম্বনে নাটক ‘সুখী রাজকুমার’ মঞ্চস্থ হবে আগামী ১ জুলাই শুক্রবার। বিকাল ৫টা ৩০মিনিটে ও সন্ধ্যা ৭টা ১৫মিনিটে নাটকটির দুটি মঞ্চায়ন করবে ফেইম শিশুনাট্য বিভাগের শিক্ষার্থীরা।
শিশুনাট্য বিভাগের ৭ম প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবে অর্চি অনিন্দিতা, মিথিলা দে, অপরাজিতা চৌধুরী, সামিন ওয়ানিয়া খান, শ্রদ্ধা ধর দিঘী, সুর্যদীপ বসু নিয়োগী, দিব্য চৌধুরী, প্রাচূর্য্য দাশ, দীপাঞ্জন দাশ, অনিরুদ্ধ পাল ও অরিন্দম পাল। নাটকটির প্রযোজনা উপদেষ্টা অসীম দাশ। নাট্যরূপ ও নির্দেশনায় মুবিদুর রহমান সুজাত।
আগামী ২ জুলাই শনিবার সন্ধ্যা ৭টায় ফেইম নাট্যকলা বিভাগ মঞ্চস্থ করবে স্যামুয়েল বেকেট এর বিখ্যাত নাটক ‘ওয়েটিং ফর গডো’ অবলম্বনে ‘প্রতীক্ষা অন্তহীন...’। ফেইম নাট্যকলা বিভাগের ২৬তম প্রযোজনাটির পরিকল্পনা ও নির্দেশনায় আছেন ফেইম পরিচালক অসীম দাশ। বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মুবিদুর রহমান সুজাত, কমল বড়ুয়া, দীপ্ত চক্রবর্তী, ফরহাদ হোসেন ও পূজা বিশ্বাস । এ আয়োজনের মধ্য দিয়ে শুরু হচ্ছে ফেইমের ২৫ বছরে পদার্পণ বছর।
এএম/এমএমএ/