আর আজিজ টিটোর নতুন মিশন
সুরকার ও সংগীত পরিচালক আর আজিজ টিটো। গানের ভুবনে দীর্ঘদিনের ক্যারিয়ার তার। বাংলাদেশ বেতারে নিয়মিত সংগীত পরিচালনার পাশাপাশি অডিও ও সিনেমার গানেও কাজ করছেন তিনি।
এবার নতুন স্টুডিও ‘স্টুডিও গার্ডেন’-এ নিয়মিত সুর ও সংগীত নিয়ে কাজ করবেন টিটো। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গায়ক শিল্পী বেলাল খান ও মিতা মল্লিকের গান রেকর্ড করার মাধ্যমে এই নতুন স্টুডিওটি যাত্রা শুরু করেছে। ফরহাদের কথা ও সুরে এ গানটির সংগীত পরিচালনা করেছেন এ রহমান বাবলু।
ফিতা কেটে স্টুডিও’র উদ্বোধন করেন স্টুডিও গার্ডেনের চেয়ারম্যান গোলাম রসুল। এ সময় আরও অনেক শিল্পী কলাকুশলী উপস্থিত ছিলেন।
একই দিনে জাকিয়া করিম মৌসুমি’র কণ্ঠে একটি কবিতা রেকর্ডিং সম্পন্ন হয়। এর সংগীত করেছেন আর আজিজ টিটো।
এ সম্পর্কে আর আজিজ টিটো বলেন, ‘আমি গানের মানুষ। দীর্ঘদিন ধরে সুর সংগীত করছি। তবে এই কাজগুলো বিভিন্ন স্টুডিওতে গিয়ে গিয়ে করতাম। এখন থেকে স্টুডিও গার্ডেনে নিয়মিত কাজ করবো। এখানে অন্যরাও রেকর্ডিং করতে পারবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেনো ভবিষ্যতে আরও ভালো ভালো গান শ্রোতাদের উপহার দিতে পারি’।
এএম/এমএমএ/