রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৩ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

জামিন পেলেন ইভা আরমান

সংগীতশিল্পী ইভা আরমানকে মানবপাচারের অভিযোগে করা এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর গুলশান থানায় করা এই মামলায় আগাম জামিন পেলেন তিনি। তবে ছয় সপ্তাহ পরে নারী ও শিশু আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে তাকে।

ইভা আরমানের পক্ষে আদালতে শুনানি করেন দুই আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও অর্পণ চক্রবর্তী। ইভা আরমানের আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৮ জুন)  বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।

ইভার সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তবে বিচ্ছেদের পর নামের সঙ্গে বর্তমান সোহেল আরমানের আরমান যোগ করেন তিনি।

এখন ইভা আরমান নামে নিজেকে পরিচয় দেন এই শিল্পী।

এমএ/এএম/এমএমএ/



এএম/

Header Ad
Header Ad

মিঠাপুকুরে এক যুগেও চালু হয়নি ইকোপার্ক, শত কোটি টাকার প্রকল্প প্রশ্নবিদ্ধ

ছবি : ঢাকাপ্রকাশ

রংপুরের মিঠাপুকুরে ইকোপার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল এক দশকেরও বেশি সময় আগে। এটি ছিল উপজেলার একমাত্র বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রকল্প। তবে বাস্তবে এটি পরিণত হয়েছে মাদকসেবী, বখাটে ও অসামাজিক কার্যকলাপকারীদের অভয়ারণ্যে।

২০১৩ সালে প্রকল্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও স্থানীয় সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান। তখন প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয় ১০০ কোটি টাকা। তবে দীর্ঘ এক যুগেও প্রকল্পের কাজ পুরোপুরি সম্পন্ন হয়নি। বরং, বরাদ্দ বাড়লেও উন্নয়ন কার্যক্রম তেমন অগ্রগতি লাভ করেনি।

বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোট্যুরিজম উন্নয়ন প্রকল্পের আওতায় ২২৬ একর জায়গায় মিঠাপুকুর ইকোপার্ক গড়ে তোলার পরিকল্পনা করা হয়। এতে বিশ্রামাগার, রান্নাঘর, পার্কিং এলাকা, পর্যবেক্ষণ টাওয়ার, গোলঘর, টিকিট কাউন্টার, প্রবেশদ্বার, নিরাপত্তাকক্ষ, গণশৌচাগার, পানির ট্যাংক, পানির সরবরাহ লাইন, পুরাতন বন বিশ্রামাগার উন্নয়ন, চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ব্যারাক, পার্ক অফিস ভবন, ডিসপ্লে মানচিত্র, আমব্রেলা শেড, স্পিনার, পাকা বেঞ্চ নির্মাণসহ নানা উন্নয়নমূলক কাজের পরিকল্পনা নেওয়া হয়েছিল।

কিন্তু বাস্তবে, শুধুমাত্র সীমানা প্রাচীর ও কিছু দায়সারা কাজ ছাড়া প্রকল্পটির তেমন কোনো দৃশ্যমান উন্নয়ন হয়নি। এমনকি ইকোপার্কের প্রধান ফটক আজও সাধারণের জন্য উন্মুক্ত করা হয়নি।

স্থানীয়দের মতে, এই প্রকল্পের শত কোটি টাকার বরাদ্দ কোথায় গেল, তা নিয়ে সন্দেহ রয়েছে। মিঠাপুকুর ইকোপার্কটি রংপুরের শঠিবাড়ী-দিনাজপুরের আফতাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত। একই মহাসড়কের ২৫ কিলোমিটার পশ্চিমে দিনাজপুরের নবাবগঞ্জ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের ব্যক্তিগত বিনোদনকেন্দ্র 'স্বপ্নপুরী' রয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, স্বপ্নপুরীর জনপ্রিয়তা ধরে রাখতে মিঠাপুকুর ইকোপার্কের উন্নয়ন ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে এবং বরাদ্দকৃত অর্থ লোপাট করা হয়েছে।

সরেজমিনে ইকোপার্ক পরিদর্শন করে দেখা যায়, সেখানে গরু, ছাগল ও ঘোড়া চরছে। প্রবেশদ্বারে কোনো পাহারাদার নেই, চারপাশে সীমানা প্রাচীর থাকলেও একাধিক জায়গায় ভাঙা। এসব পথ দিয়ে বহিরাগত ও মাদকসেবীরা অবাধে প্রবেশ করে সেখানে মাদকের আসর বসায়। দর্শনার্থীরা আসলেও নিরাপত্তার অভাবে দ্রুত ফিরে যান। বিভিন্ন অবকাঠামোর যন্ত্রপাতি অযত্নে নষ্ট হতে বসেছে।

স্থানীয় ১৩ নম্বর গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ তালুকদার বলেন, "ইকোপার্কের প্রকল্পে কত কোটি টাকার কাজ হয়েছে, তার সঠিক তথ্য মন্ত্রণালয়ের নথিতেও খুঁজে পাওয়া যায়নি। ইউনিয়ন পরিষদেও কোনো নথি জমা হয়নি। মূলত ঠিকাদারি প্রতিষ্ঠান ডিজেল এন্টারপ্রাইজ নিজের ইচ্ছামতো কাজ করেছে।"

এ বিষয়ে বিএনপির মিঠাপুকুর উপজেলা সদস্য সচিব মোঃ মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড় বলেন, "আওয়ামী লীগ সরকার জনগণের প্রতি কোনো জবাবদিহিতা রাখেনি। তাদের নেতাকর্মীরা যেখানে যা পেরেছে লুটপাট করেছে। আমরা যখন বিরোধী দলে ছিলাম, তখনও জানতে পেরেছি যে এখানে ১০০ কোটি টাকার প্রকল্প চলছে। কিন্তু বাস্তবে কাজের অগ্রগতি নেই বললেই চলে।"

তিনি আরও বলেন, "এইচ এন আশিকুর রহমান সংসদে বাজেট বরাদ্দ এনে তার ছেলে রাশেক রহমানের মাধ্যমে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিজেল এন্টারপ্রাইজকে কাজ দিয়েছেন। তবে কাজের মান কিংবা প্রকৃত বাস্তবায়ন হয়নি।"

মিঠাপুকুর ইকোপার্ক প্রকল্পের দীর্ঘসূত্রিতা ও অর্থ লোপাটের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে অনেকেই মনে করেন। বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার না হলে, এটি শুধুই একটি ব্যর্থ প্রকল্প হিসেবে থেকে যাবে। স্থানীয়দের প্রত্যাশা, প্রকল্পটি পুনরায় কার্যকর করা হোক এবং এলাকাবাসীকে কাঙ্ক্ষিত বিনোদনকেন্দ্র উপহার দেওয়া হোক।

Header Ad
Header Ad

মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি

ছবি: সংগৃহীত

মদিনার পবিত্র মসজিদে নববীর প্রধান ইমাম হিসেবে নিযুক্ত হয়েছেন বিশিষ্ট ক্বারি ও ইসলামি ব্যক্তিত্ব শেখ আব্দুল রহমান আল হুদাইফি। পাশাপাশি মসজিদে নববীর কোরআন তেলাওয়াত প্রোগ্রামের সুপারভাইজার হিসেবে দায়িত্ব পেয়েছেন শেখ ইব্রাহিম আল-আকবার।

পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ কর্তৃপক্ষের বরাতে ‘ইনসাইড দ্য হারামাইন’ শনিবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে।

শেখ আব্দুল রহমান আল হুদাইফি এত দিন মসজিদে নববীর খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর সময়ে তৈরি প্রথম মসজিদ মসজিদে কুবায় ইমামতিও করেছেন তিনি।

তিনি মদিনার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামিক আইনশাস্ত্র ও তাওহীদের লেকচারার হিসেবে কাজ করেছেন এবং মদিনায় কোরআন ছাপানোর দায়িত্বে থাকা কমিটির অন্যতম সদস্য।

শেখ আব্দুল রহমান আল হুদাইফি সৌদি নাগরিক। তার জন্ম ১৯৪৭ সালের ২২ মে। তিনি শৈশবে গ্রামে প্রাথমিক শিক্ষা লাভ করেন এবং শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম আল-হুদাইফির তত্ত্বাবধানে কোরআন হিফজ সম্পন্ন করেন।

এরপর ১৯৭৫ সালে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন এবং পরে মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

শেখ আব্দুল রহমান আল হুদাইফি তার সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের জন্য বিশ্বব্যাপী পরিচিত। তার তেলাওয়াত বিশ্বের নানা প্রান্তে মুসলিমদের হৃদয় স্পর্শ করে।

এই নিয়োগের মাধ্যমে মসজিদে নববীর ইমামতির দায়িত্বে তার গুরুত্বপূর্ণ ভূমিকা আরও সুসংহত হলো।

Header Ad
Header Ad

মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত

ছবি: সংগৃহীত

মালির পশ্চিমাঞ্চলে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি।

জানা যায়, ধসে পড়া সোনার খনিটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, তবে স্থানীয়রা অবৈধভাবে সেখানে সোনার খোঁজ চালিয়ে যাচ্ছিলেন।

পুলিশের এক সূত্র জানায়, “শনিবার সন্ধ্যা ৬টার দিকে খনিটি ধসে পড়ে। এতে ৪৮ জন নিহত হয়েছেন। কয়েকজন পানিতে ডুবে মারা গেছেন। নিহতদের মধ্যে একজন নারীও ছিলেন, যার পিঠে তার ছোট্ট শিশুটি বাঁধা ছিল।”

স্থানীয় এক সরকারি কর্মকর্তা এবং কেনিয়েবা গোল্ড মাইনার্স অ্যাসোসিয়েশন ও মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে। এখনো উদ্ধার অভিযান চলছে, বলে জানিয়েছেন একটি পরিবেশবাদী সংগঠনের প্রধান।

প্রসঙ্গত, মালির অর্থনীতি মূলত স্বর্ণ উৎপাদনের ওপর নির্ভরশীল, তবে সেখানে অবৈধ খনন কার্যক্রমের কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। আফ্রিকার অন্যতম দরিদ্র দেশগুলোর মধ্যে মালি একটি, যেখানে হাজারো মানুষ জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নিরাপত্তাহীনভাবে স্বর্ণ উত্তোলন করে থাকেন।

স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, ধসে পড়া খনিটি একসময় চীনের একটি কোম্পানি পরিচালনা করত। তবে এটি পরিত্যক্ত ঘোষণা করা হলেও, সেখানে অবৈধভাবে খনন কাজ চলছিল। ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকলেও তা ঠেকানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রতিবছর মালিতে এমন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। তবে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন বন্ধ করতে স্থানীয় প্রশাসনকে বেগ পেতে হচ্ছে। নিরাপত্তাব্যবস্থা জোরদার না করলে ভবিষ্যতে আরও প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

মিঠাপুকুরে এক যুগেও চালু হয়নি ইকোপার্ক, শত কোটি টাকার প্রকল্প প্রশ্নবিদ্ধ
মসজিদে নববীর প্রধান ইমাম হলেন শেখ আব্দুল রহমান আল হুদাইফি
মালিতে পরিত্যক্ত সোনার খনি ধসে পড়ে অন্তত ৪৮ জন নিহত
কেমন হলো টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি
‘হজযাত্রী প্রতি অতিরিক্ত ৩০ হাজার টাকা বেশি নিয়ে আমরা ভাগ করে নেব’
হঠাৎ তিস্তার পানি বৃদ্ধি: অবস্থান কর্মসূচির ঘোষণার পর খুলল ৬ জলকপাট
বইমেলায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির অভিযোগে দুটি স্টল বন্ধ
ভ্যালেন্টাইনের সঙ্গে পরিচয় করানোর নামে লাইভে এসে কাপড় বেচলেন পরীমণি
উত্তরপূর্ব ভারতের ৫৫ শতাংশ মানুষ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষে
দেশকে কারা নেতৃত্ব দেবে তা বাছাই করার সময় এসেছে: তারেক রহমান
বিদ্রোহ থেকে সরে এলেও অনুশীলনে যোগ দিচ্ছেন না সাবিনারা
প্রাথমিক শিক্ষক নিয়োগপ্রত্যাশীদের সচিবালয়মুখী পদযাত্রায় পুলিশের বাধা, জলকামান নিক্ষেপ
নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে শঙ্কা, গৃহযুদ্ধের আশঙ্কা ব্যারিস্টার মামুনের
গান গাইতে গাইতেই মারা যেতে চান আশা ভোঁসলে
ইলন মাস্কের ইন্টারনেট বাংলাদেশে: সুবিধা কি, খরচ কত?  
ভারতের তামিলনাড়ুর শতবর্ষী ম্যাগাজিনে মোদির ব্যঙ্গচিত্র, ওয়েবসাইট ব্লক নিয়ে বিতর্ক
সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার
শেখ হাসিনার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
আখেরি মোনাজাতে শেষ হলো এ বছরের বিশ্ব ইজতেমা
পুলিশ নয় নাট্যকর্মীদের একটা অংশ উৎসবের বিরোধিতা করে: ফারুকী