জামিন পেলেন ইভা আরমান

সংগীতশিল্পী ইভা আরমানকে মানবপাচারের অভিযোগে করা এক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর গুলশান থানায় করা এই মামলায় আগাম জামিন পেলেন তিনি। তবে ছয় সপ্তাহ পরে নারী ও শিশু আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে তাকে।
ইভা আরমানের পক্ষে আদালতে শুনানি করেন দুই আইনজীবী এ বি এম আলতাফ হোসেন ও অর্পণ চক্রবর্তী। ইভা আরমানের আইনজীবী ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৮ জুন) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ সেলিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন।
ইভার সাবেক স্বামী এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানের নামের পদবি যোগ করে ইভা থেকে ইভা রহমান হয়েছিলেন। তবে বিচ্ছেদের পর নামের সঙ্গে বর্তমান সোহেল আরমানের আরমান যোগ করেন তিনি।
এখন ইভা আরমান নামে নিজেকে পরিচয় দেন এই শিল্পী।
এমএ/এএম/এমএমএ/
এএম/
