নৃত্য উৎসবে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন পূজা
দক্ষিণ কোরিয়ার দেইগু শহরে শুরু হতে যাচ্ছে ডান্স প্যারেডের অন্যতম আন্তর্জাতিক আসর 'দেইগু কালারফুল ফ্যাস্টিভ্যাল ২০২২'। আগামী ৮ জুলাই শুরু হয়ে উৎসব চলবে ১১ জুলাই পর্যন্ত। আর এই আন্তর্জাতিক ড্যান্স প্যারেড উৎসবে অংশ নিতে বাংলাদেশের অন্যতম নাচের দল তুরঙ্গমী নিয়ে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন পূজা সেনগুপ্ত। এই আয়োজনে প্রথমবার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের নাচকে এশিয়াতে জনপ্রিয় করে তোলার জন্য আমন্ত্রণপত্রে ধন্যবাদ জানিয়েছে উৎসব আয়োজক কর্তৃপক্ষ। আগামী ৫জুলাই কোরিয়ার রাজধানী সিউলের উদ্দেশ্যে যাত্রা করবে তুরঙ্গমী নাট্যদল। যেখানে পূজা সেনগুপ্তের নের্তৃত্বে ১০ সদস্যের দলে রয়েছেন তৃরঙ্গমী রেপার্টরি ডান্স থিয়েটারের নৃত্যশিল্পী ও তুরঙ্গমী স্কুল অব ডান্সের শিক্ষার্থীরা।
উৎসবে তুরঙ্গমীর দুটি প্রযোজনা 'পাঁচফোরণ' ও 'নন্দিনী' মঞ্চস্থ হবে। ১০ মিনিট ও ৫মিনিট দৈর্ঘ্যের প্রযোজনা দুটির ভাবনা, বিকাশ, নকশা, নৃত্যনির্মাণ ও নির্দেশনা দিয়েছেন পূজা সেনগুপ্ত। বিষয়টি নিশ্চিত করেছেন পূজা সেনগুপ্ত নিজেই।
২০১৪ সালের প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশি নাচের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে তুরঙ্গমী নৃত্যদল। ২০১৪ ব্যাংকক ফেস্টিভ্যাল, ২০১৭ সালে ভিয়েতনাম আন্তর্জাতিক নৃত্য উৎসব, দিল্লী ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল, ২০১৮ সালে রাশিয়া সেন্ট পিটার্সবুর্গ নৃত্য শিক্ষা সম্মেলনসহ অসংখ্য আন্তর্জাতি নৃত্য উৎসবে অংশ নিয়ে দেশের প্রতিনিধিত্ব করেছেন তুরঙ্গমী নৃত্যদল।
এএম/এএজেড