কন্যা সন্তানের মা হলেন পুতুল

কন্যা সন্তানের মা হলেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল। সোমবার (২০ জুন) সকাল ৮টায় রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে পুতুলের কোল আলোকিত করে পৃথিবীর আলো দেখে তার প্রথম সন্তান। মা ও সন্তান দু’জনই সুস্থ আছেন।
প্রথমবার মা হওয়ার অনুভূতি প্রসঙ্গে পুতুল বলেন, ‘আমার কাছে এখনো স্বপ্নের মতো লাগছে। নয় মাস ধরে গর্ভে ধারণ করা ভ্রুণ এখন একটা পরিপূর্ণ মানব সন্তান। তাকে কোলে নিয়ে মনে হচ্ছে কী অদ্ভুত এই মানুষ সৃষ্টির প্রক্রিয়া! আমার অস্তিত্বের অংশ এখন আমারই কোলে। মাতৃত্বের সমস্ত কষ্ট এক নিমিষে বিলীন হয়ে গেছে গীতলীনাকে পেয়ে। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা।’
পুতুল ও রেজা তাদের কন্যা সন্তানের নাম রেখেছেন হারমনি সৈয়দা গীতলীনা।
উল্লেখ্য, পুতুল ও রেজার বিয়ে হয় ২০২১ সালের ৩ এপ্রিল বাংলাদেশের চলচ্চিত্র দিবসের দিন। একজন গায়িকার পাশাপাশি সাহিত্যিক এবং উপস্থাপিকা হিসেবেও পুতুলের পরিচিতি রয়েছে।
এএম/এসজি/
