বাবার সম্মাননায় উচ্ছ্বসিত মিম
জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। সিনেমাতে অভিনয়ের জন্য তিনি সিনেমায় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
১৯ জুন বাবা দিবসের একটি অনুষ্ঠানে সন্তানের সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিদ্যা সিনহা মিমের বাবা অধ্যাপক বীরেন্দ্র নাথ সাহাকে ‘গর্বিত বাবা’ সম্মাননায় ভূষিত করা হয়। আর এই পুরস্কারে উচ্ছ্বসিত মিম।
রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্য বেশ কয়েকজন তারকা শিল্পীর মধ্যে বিদ্যা সিনহা মিমের বাবার হাতেও ‘গর্বিত বাবা’ সম্মাননা তুলে দেওয়া হয়।
নিজের মেয়ের সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘গর্বিত বাবা’ সম্মাননায় ভূষিত হওয়া প্রসঙ্গে মিমের বাবা বীরেন্দ্র নাথ সাহা বলেন, ‘আজ ভীষণভাবে মনে পড়ছে আমার বাবাকে। যদি আমার কর্মকাণ্ডের উপর বিবেচনা করে আমার বাবা জীবদ্দশায় এমন একটি সম্মাননায় ভূষিত হতেন, তাহলে তিনি ভীষণ খুশী হতেন। কতোটা যে খুশী হতেন তা আজ আমি নিজের সম্মাননা প্রপ্তিতে ভীষণভাবে উপলদ্ধি করছি। আমি এমনই একজন কন্যা সন্তানের পিতা, যার কাজের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমি গর্বিত বাবা’ সম্মাননায় ভূষিত হয়েছি। বাবা হিসেবে সন্তানের জন্য এই সম্মাননা প্রাপ্তি আমাকে ভীষণভাবে আবেগাপ্লুত করেছে।’
বিদ্যা সিনহা মিম বলেন, ‘আমার কাজের সাফল্যের স্বীকৃতিস্বরূপ আমার বাবাকে সম্মাননায় ভূষিত করা হয়েছে, এটা আমার জন্য অনেক বড় বিষয় ছিল। সবসময়তো আসলে মা’দেরকেই স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য বাবারা যে কষ্ট করেন, শ্রম দেন দিনের পর দিন ক্লান্তিহীনভাবে, তাদের সন্তানদের সাফল্যের স্বীকৃতিতে তেমনভাবে অনুপ্রাণিত করা হয় না। কিন্তু এবার আমার বাবাকে গর্বিত বাবা সম্মাননায় ভূষিত করায় সত্যিই আমি ভীষণ আনন্দিত।
এএম/আরএ/