মারজুকের ‘উড়াল দেবো আকাশে’

আগামী ঈদে প্রচারের জন্য সাগর জাহানের রচনা ও পরিচালনায় নির্মিত হয়েছে সাত পর্বের ঈদ ধারাবাহিক নাটক ‘উড়াল দেবো আকাশে’।
নাটকটিতে দু’টি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল ও নায়মা আলম মাহা। বৃষ্টির মাঝেই টানা ছয়দিন এই নাটকের শুটিংয়ের কাজ সম্পন্ন করেছেন বলে জানান নির্মাতা সাগর জাহান।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মাহা বলেন, ‘গত ঈদেও সাগর ভাইয়ের একটি ঈদ ধারাবাহিকে অভিনয় করেছিলাম। যথারীতি আগামী ঈদের জন্যও উড়াল দেবো আকাশে অভিনয় করেছি। বৃষ্টির জন্য অনেক প্রতিকুলতার মধ্যে আমাদের শুটিং করতে হয়েছে। কিন্তু তারপরও সবাই মিলে নাটকটির কাজ ভীষণ আন্তরিকতার মধ্যদিয়ে শেষ করেছেন। মারজুক ভাই একজন গুণী শিল্পী। তিনিও আমাকে ভীষণ সহযোগিতা করেছেন আমার চরিত্রটি ফুটিয়ে তোলার ক্ষেত্রে।’
সাগর জাহান জানান, আগামী ঈদে বাংলাভিশনে ধারাবাহিকটি প্রচার হবে।
এএম/আরএ/
