অভিনেত্রী একার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গৃহকর্মী নির্যাতনের অভিযোগে চলচ্চিত্র অভিনেত্রী একার বিরুদ্ধে করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।
ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম অভিযোগপত্র গ্রহণের আদেশ দেন। মামলার নথিপত্র যাচাই-বাছাই শেষে এই আদেশ দেন আদালত।
এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রেজাউল করিম চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেন হাতিরঝিল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোহাম্মদ ফয়সাল।
২০২১ সালের ৩১ জুলাই এই মামলায় একাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
গৃহকর্মী নির্যাতন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা দুটি মামলায় গত ২ আগস্ট রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান আদালত।
এমএ/আরএ/
