ট্রেলার দেখে সিনেমার সমালোচনা করতে পারেন না কেউ: শ্যাম বেনেগাল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘মুজিব’। ১৯ মে প্যারিসের কান উৎসবের মার্শে দ্যু ফিল্ম থেকে প্রকাশিত হয়েছে এর ট্রেলার।
এটি প্রকাশের পর থেকেই স্যোশাল মিডিয়ায় শুরু হয়েছে নানা সমালোচনা। এবার সেসব প্রশ্নের জবাব দিলেন এই সিনেমার পরিচালক শ্যাম বেনেগাল।
দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলে এই সমালোচনার প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের জ্যেষ্ঠ এ নির্মাতা।
তিনি দ্য টেলিগ্রাফকে বলেন, ‘৯০ সেকেন্ডের একটি ট্রেলার দেখে পুরো সিনেমা নিয়ে মন্তব্য করতে পারেন না কেউ। আপনি শুধু ট্রেলার নিয়েই মন্তব্য করতে পারেন।’
যদিও ট্রেলারটির দৈর্ঘ্য এক মিনিট ৩৮ সেকেন্ড! এবং সমালোচনার পুরোটাই মূলত ট্রেলারটিকে ঘিরে।
তিনি আরও বলেন, ‘সিনেমাটি নিয়ে নানা মন্তব্য এসেছে বলে আমি শুনেছি। তারা কেন বিরক্ত তা অনুমান করা আমার পক্ষে খুব কঠিন। সোমবার (২৩ মে) আমি অফিসে গিয়ে বিষয়টি দেখবো। তবে কানে ট্রেলারের উপস্থাপনা খুব ভালো ছিল। সেখানে বাংলাদেশের তথ্যমন্ত্রী ও তাদের দূত উপস্থিত ছিলেন। কী নেতিবাচক প্রতিক্রিয়া এসেছে তা আমি আরও ভালোভাবে জানতে চাই।’
বেনেগাল আরও বলেন, ‘সত্যি বলতে এটির মাধ্যমে কোনো বিতর্কের কথা ভাবতে পারিনি। ট্রেলারে তাকে (বঙ্গবন্ধু) একজন ‘নিবেদিত পরিবারের মানুষ’ হিসেবে বর্ণনা করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে তার কথোপকথনের কিছু দৃশ্যও রয়েছে। দেখিয়েছি শত ঝড়েও মুজিব তার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন না। তাকে কারাগারে বন্দি করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়ার সময় ছাড়া বাকি পুরোটা সময় পরিবারের সঙ্গেই ছিলেন। এই কারণেই আমি জানতে চাই, আসলে মানুষের নেতিবাচক প্রতিক্রিয়াটা কী নিয়ে।’
ইতিহাসের বিখ্যাত ব্যক্তিদের জীবনী নিয়ে শ্যাম বেনেগালের কাজের অভিজ্ঞতা এই প্রথম নয়। মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষ চন্দ্র বসু ও সত্যজিৎ রায়কে নিয়েও তিনি সিনেমা নির্মাণ করেছেন। হয়েছেন প্রশংসিত। মূলত সেই ধারাবাহিকতায় ‘মুজিব’ ছবিটির দায়িত্বটাও তার কাঁধে বর্তায় বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই সিনেমাটি।
এই সিনেমার ফার্স্টলুক প্রকাশিত হয় গত ১৪ এপ্রিল। এরপর উন্মুক্ত হয়েছে একটি পোস্টার। অবশেষে কানের মার্শে দ্যু ফিল্মে প্রকাশ হয় ট্রেলার। জানা গেছে, চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে সিনেমাটি।
‘মুজিব: মেকিং অব অ্যা নেশন’ সিনেমায় বঙ্গবন্ধু চরিত্রে আরিফিন শুভ এবং শেখ ফজিলাতুন নেছা মুজিবের তরুণী বয়সের ভূমিকায় অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। তরুণী শেখ হাসিনা চরিত্রে নুসরাত ফারিয়া।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, রাইসুল ইসলাম আসাদ (আবদুল হামিদ খান ভাসানী), তৌকীর আহমেদ (হোসেন শহীদ সোহরাওয়ার্দী), সিয়াম আহমেদ (শামসুল হক), শহীদুল আলম সাচ্চু (এ. কে. ফজলুল হক), গাজী রাকায়েত (আবদুল হামিদ), সাব্বির হোসেন (তোফায়েল আহমেদ), তুষার খান (তফাজ্জল হোসেন মানিক মিয়া), খন্দকার হাফিজ (মেজর জেনারেল ওসমানী), মিশা সওদাগর (জেনারেল আইয়ুব খান), জায়েদ খান (জেনারেল টিক্কা খান), ফজলুর রহমান বাবু (খন্দকার মোশতাক আহমেদ) ও এলিনা শাম্মী (খালেদা জিয়া)।
এএম/এমএমএ/