‘আমাদের ধর্ষণ করা থামাও’
ইউক্রেনের সংকট কান চলচ্চিত্র উৎসবের কেন্দ্রে। একজন নারী ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে গতকাল শুক্রবার প্রতিবাদ করেছেন।
এই নারীটি অপরিচিত। তিনি কানের লাল গালিচাতে চলে আসেন ও কয়েক মুহূর্ত পর চিৎকার করতে থাকেন।
নিজের গায়ের গাউনটি তিনি সজোরে ছিঁড়ে ফেলেন। প্রকাশিত হলো এরপর তার খালি বুকে এই শব্দগুলো লেখা আছে, ‘আমাদের ধর্ষণ করা থামাও’। লেখা আছে তার তলপেটেও। তার শরীরের বাকি অংশগুলোতে লাল রঙে মাখা।
নারীটি চিৎকার করছিলেন, ‘আমাদের ধর্ষণ করো না।’ তখন নিরাপত্তারক্ষীরা দ্রুত তাকে ঘেরাও করে তুলে নিয়ে গেলেন লাল গালিচা থেকে।
নিরাপত্তা অফিসাররা তাকে দ্রুত একটি জ্যাকেট পরালেন। নিয়ে গেলেন এই উৎসবস্থল থেকে।
অতিথিরা তাকিয়ে ছিলেন বিভ্রান্ত হয়ে তার দিকে। উৎসব সঙ্গীত বেজে চলছিল।
তখন লাল গালিচার শেষ হয়ে চলচ্চিত্র পরিচালক জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লঙিং’ ছবিটির শুভ মুক্তি শুরু হবে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন টিল্ডা সুইনটন ও ইদ্রিস এলবা।
কান চলচ্চিত্র উৎসবের মনোযোগ এখন ইউক্রেনের দিকে। ফলে তাদের চলচ্চিত্র নির্মাতাদের কয়েকটি ছবি প্রদর্শিত হবে।
রাশিয়াকে এবারের উৎসবে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তারা এই সুবর্ণজয়ন্তীতে অংশ নিতে পারছেন না।
এর মধ্যে বৃহস্পতিবার উৎসব শুরু হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সবাইকে অবাক করে দিয়ে তার দেশের পক্ষে বক্তৃতা দিয়েছেন।
ওএস।