‘বিশ্বটি বদলে যাবে?’
বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র প্রদর্শনী, তারকাদের সম্মানা জানানো ও উৎসবের আসর ফ্রান্সের ‘কান চলচ্চিত্র উৎসব’ এখন হিরকজয়ন্তী পালন করছে।
‘তিতান’ চলচ্চিত্র তারকা ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডেন এবারের ৭৫তম অত্যন্ত গুরুত্বপূণ এই আসরের ছবি ও পুরস্কারসহ সব অর্জনের বিচারক দলের প্রধান।
তিনি বলেছেন, ‘আপনার কী মনে হয় আমরা কান চলচ্চিত্র উৎসব পরিচালনা বন্ধ করে দিলে বিশ্বটি বদলে যাবে? যদি তা না হয়ে থাকে, তাহলে আমি নিশ্চিত, আমাদের এই উৎসব চালিয়ে যাওয়া উচিত। এই উৎসবে আমরা একটি আয়নার মতো। আমি মনে করি, বিশ্বের সব দেশের মানুষের চলমান সংস্কৃতিই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণাদি যে, যখন আমরা বাস করতাম, বেঁচে ছিলাম, তখন আমাদের সবার বিশ্বটি কেমন ছিল? ফলে আমাদের এই সংস্কৃতিকে ধারণ করে যেতে হবে।’
৬২ বছরের ফরাসি চলচ্চিত্রের এই প্রখ্যাত অভিনেতার বিচারক দলের সংবাদ বিজ্ঞপ্তিতে সুইডেনের নামী অভিনেত্রী নুমি রিপেইস বলেছেন, ‘আমরা সবাই মানে আমাদের এই দলের বাকিরাসহ আমি বিভিন্ন দেশে জন্মেছি, বড় হয়েছি। বিকাশ লাভ করেছি। আমরা দুর্গম এলাকা থেকে উঠে আসা মানুষ। আমি মনে করি, সিনেমা হলো এক ধরণের আদিম অক্সিজেন। এই জগৎ আমরা যেসব বিষয় আমরা সাধারণত জানি না বা জানতে পারি বা বুঝতে পারি না, সে ধরণের বিষয়গুলোতে নাটকীয়ভাবে তুলে ধরে। বলতে পারি না, বলতে জানি না ও বলার উপযোগী কী না বুঝতে পারি না সেসব বলে। তাদের কথা নিয়ে আসে যারা বুদ্বুদের মতো অকুল অবস্থায় ভাসমান আছেন। সিনেমা ঘুরে বেড়ায় ও যোগাযোগ করে সবার সাথে, সব ধরণের প্রাণীকুলেও।’
তারা জানিয়েছেন, এই চলচ্চিত্র উৎসব জায়গা করে দেয় সবাইকে, সব ধরণের মানুষকে। যেমন এবারের উৎসবে প্রথমবারের মতো পাকিস্তানী নির্মাতা, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাস্টার্স অব আটস (এমএফএ) সাইম সাদিকের ‘জয়ল্যান্ড’ একটি বিভাগে আনুষ্ঠানিক পুরস্কার জয়ের জন্য লড়ছে।
ছবি : কান উৎসবের অন্যতম বিচারক নুমি রিপেইস।