মা হলেন উপস্থাপিকা রুহানী লাবণ্য
পুত্র সন্তানের মা হলেন জনপ্রিয় উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য। ১৫ মে দিবাগত রাত ১২টা ৪৫ (১৬ মে) রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে লাবণ্য’র কোলজুড়ে এক পুত্র সন্তানের জন্ম হয়। বাচ্চা ও মা দু’জনই সুস্থ আছেন।
প্রথমবার মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে লাবণ্য বলেন, ‘সত্যি বলতে, এই অনুভূতিটা আসলে কীভাবে প্রকাশ করলে মনের পুরোটা সুখ আনন্দ প্রকাশিত হবে আমার জানা নেই। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে তিনি আমাদের সুস্থ সন্তান দিয়েছেন। এখন মনে হচ্ছে এটাই আসলে জীবনের সবচেয়ে বড় সুখ, আনন্দ, প্রাপ্তি। আমি, আমার স্বামী’সহ আমাদের উভয় পরিবারের সবাই খুব খুশী। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার সন্তানকে সুস্থ রাখেন ভালো রাখেন।’
লাবণ্য জানান, তার সন্তানের নাম রাখা হয়েছে শীর্ষ সাওয়াব হক। আগে থেকেই এই নাম রাখা হয়েছে। লাবণ্য যেদিন মা হন সেদিনও তিনি গাজীপুরে নেসলের একটি ইভেন্ট-এ উপস্থাপনার কাজ করছিলেন। সেখান থেকে ফিরেই হাসপাতালে ভর্তি হন।
তিনি আরও জানান, জুন মাস থেকেই তিনি আবারো যথারীতি কাজে ফিরবেন।
মুরাদ পারভেজ’র পরিচালনায় এটিএন বাংলায় প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘স্মৃতির আল্পনা আঁকি’ ধারাবাহিকে জোহরা চরিত্রে অভিনয় করেছিলেন লাবণ্য। ২০১৪ সালে এশিয়ান টিভি ও দেশ টিভি’র দুটো অনুষ্ঠানের উপস্থপনার মধ্যদিয়ে একজন উপস্থাপিকা হিসেবে তার যাত্রা শুরু হয়। লাবণ্য জানান বর্তমানে ৬/৭টি চ্যানেলে তিনি নিয়মিত উপস্থাপনা করছেন। রুহাণী লাবণ্য প্রথম শিহাব শাহীনের পরিচালনায় ২০১৬ সালে এক্সফ্যাক্টর গেম ওভার’ নাটকে অভিনয় করেন।
উল্লেখ্য, লাবণ্য বিয়ে করেছিলেন ২০১৬ সালের ১০ আগস্ট নাজমুল হক নাঈম’কে।
এএম/এমএমএ/