দেশে-বিদেশে আসছে ‘পাপ পুণ্য’
গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের সিনেমা ‘পাপ পুণ্য’। বাংলাদেশের পাশাপাশি প্রথম কোনো বাংলাদেশের সিনেমা উত্তর আমেরিকার ১১২টি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে। সম্প্রতি হলগুলোর তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক পরিবেশক সংস্থা স্বপ্ন স্কেয়ার ক্রো।
এই সিনেমার মাধ্যমে গিয়াস উদ্দিন সেলিমের সিনেমায় ফিরলেন ‘মনপুরা’ খ্যাত জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী।
২০ মে মুক্তির প্রতীক্ষায় থাকা এই সিনেমাটি উত্তর আমেরিকায় রেকর্ড সংখ্যক হল পাওয়ায় উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী।
‘পাপ পুণ্য’ মুক্তি পাচ্ছে এক যোগে কানাডার ৫টি প্রভিন্সের ৮টি শহর এবং আমেরিকার ২৫টি স্টেটের ১০০ এর বেশি শহরে। এ সিনেমায় অভিনয় করেছেন আফসানা মিমি, সিয়াম আহমেদ, নবাগত সুমি প্রমুখ।
সোমবার (১৬ মে) সিনেমাটি দেশে এবং বিদেশে মুক্তি উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ের ৪নং স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইমপ্রেস টেলিফিল্মের পক্ষে অনুষ্ঠানে বিস্তারিত তুলে ধরেন চ্যানেল আই এর পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন।
স্টুডিওতে উপস্থিত থেকে সিনেমার পক্ষে অনুভূতি প্রকাশ করেন মামুনুর রশীদ, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, সুমি ও সিয়াম।
এএম/এমএমএ/