বৌদ্ধ পূর্ণিমায় ‘হৈ হৈ হল্লা’
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে শিশুতোষ টেলিভিশন চ্যানেল দুরন্ত টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা’।
অসাম্প্রদায়িকতার শিক্ষা নিয়ে আসা নাটকটি রচনা করেছে শাওন কৈরি। পরিচালনা করেছেন তোফায়েল সরকার।
নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক আহমেদ, আক্তারুজ্জামান, বৃন্দাবন দাস, ফখরুল ইসলাম মিঠু, পাভেল ইসলাম ও মাহমুদুল আলম। শিশু শিল্পী চরিত্রে অভিনয় করেছে যারার তাহের সোবহান, মানহা মেহজাবিন, আরিশা, পূর্ণ বড়ুয়া, সুমেধ চাকমা ও স্বৌজ সায়ন্তন।
নাটকের গল্পে দেখা যাবে-একই বাড়িতে বিভিন্ন ধর্মের কয়েকটি পরিবারের বসবাস। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সেখানে চলে উৎসবের আয়োজন। উৎসবে অংশগ্রহণ করে বাড়িতে বসবাসরত সব ধর্মের লোকজন। আয়োজনের সময়ে বাড়িতে ঢুকে পড়ে চোর। তবে চোরটা খুব অদ্ভুত।
তিনি চুরি করে ফুলের টব, বই আর সাধারণ খাবার-দাবার। সাধু ভাষায় কথা বলা লোকটিকে কেন্দ্র করে ঘটতে থাকে মজার মজার সব ঘটনা। এভাবে এগিয়ে যায় নাটকের কাহিনী।
দুরন্ত টিভিতে আজ রবিবার (১৫ মে) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
এএম/এমএমএ/