‘লুই ভিতো’ পণ্যদ্রব্যের প্রতিনিধি হলেন দীপিকা পাড়ুকোন
হিন্দি ছবির বিশ্বখ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ফ্রান্সের অন্যতম পুরোনো ও বৃহৎ ফ্যাশন হাউজ কম্পানি ‘লুই ভিতো’র ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ব্যান্ড অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে।
এই প্রতিষ্ঠানটি ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত। তারা বিলাসবহুল ও অত্যন্ত আকর্ষণীয়, মানসম্পন্ন ব্যাগ ও চামড়ার পণ্যদ্রব্যাদির জন্য বিশ্বজুড়ে সুনাম কুড়িয়ে চলেছেন।
১১ মে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লুই ভিতোর নামে প্রতিষ্ঠিত কম্পানিটি ইউনিসেফের শুভেচ্ছা দূতকে তাদের পণ্যদূত নিয়োগের ঘোষণা করেছেন।
৩৬ বছরের বলিউড তারকা তাদের নতুন হাতব্যাগের প্রচারণায় অংশ নেবেন ও সেটিকে জনপ্রিয় করবেন। সেখানে তিনি পাশে পাবেন লুই ভিতোর আরো দুজন প্রতিনিধি বা পণ্যদূত হলিউডের তারকাভিনেত্রী এমা স্টোন ও চীনের তারকাভিনেতা জোউ ডংইউকে।
তারা সবাই লুই ভিতোর পোশাক ও ব্যাগগুলোর প্রচারণা বিক্রি বাড়ানো এবং একে আরো পরিচিত করতে নিয়মিত কার্যক্রমের ছবি তোলার সেশনে অংশগ্রহন করবেন।
এই নামকরা ব্র্যান্ডের জন্য এর আগে ভারতের এই অনিন্দ্য সুন্দরী মডেল হয়েছেন। ২০২০ সালে তিনি প্রথম ভারতীয় অভিনেত্রী কাজ করেছেন। তখন তার সঙ্গে আরো ছিলেন ফরাসি তারকা অভিনেত্রী লিয়া সিধু ও ইংরেজ সুপারস্টার অভিনেত্রী সোফি টার্নার।
লুই ভিতো আনুষ্ঠানিকভাবে বলেছে, ‘একটি শক্তিশালী সহযোগিতাপূর্ণ সম্পর্কের পরম্পরা হিসেবে পুরস্কারজয়ী এই অভিনেত্রী আমাদের সঙ্গে তার জীবনের একটি উত্তেজনাপূর্ণ অধ্যায়ের সূচনা করলেন।’
ছবি : লুই ভিতোর শীতকালীন জ্যাকেট ও চামড়ার হাই জুতোতে দীপিকা পাড়ুকোন। ভারতীয় এই সুন্দরী তার সাধারণ পোশাকে।
ওএস।