দ্বিতীয় সপ্তাহেও এগিয়ে ‘শান’, পিছিয়ে ‘গলুই’
ঈদে মুক্তি পেয়েছে ‘গলুই’, ‘শান’, ‘বিদ্রোহী’ ও ‘বড্ড ভালোবাসি’ চারটি সিনেমা। এর মধ্যে রয়েছে ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার নায়ক শাকিব খান অভিনীত দুই সিনেমা। এসএ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ এবং সেলিম খানের পরিচালনায় ‘বিদ্রোহী’। শাপলা মিডিয়া প্রযোজিত ‘বিদ্রোহী’ সিনেমা দেশের সর্বাধিক ১০৩ সিনেমা হলে মুক্তি পেলেও স্টার সিনেপ্লেক্সের সবগুলো শাখায় মুক্তি পেয়েছে ‘গলুই’।
অন্যদিকে স্টার সিনেপ্লেক্সসহ দেশের বিভাগীয় বড় বড় মোট ৩৪ সিনেমা হলে মুক্তি পেয়েছে এম রাহিম পরিচালিত জনপ্রিয় চিত্রনায়ক সিয়াম আহমেদ অভিনীত পুলিশি অ্যাকশন সিনেমা ‘শান’।
এই সিনেমার মাধ্যমে দেশের এক নম্বর নায়ক শাকিব খানের রাজত্বে হানা দিয়েছে সিয়াম। ‘শান’ সিনেমার মাধ্যমে শাকিব খানকে পেছনে ফেলে সামনে চলে এসেছেন তিনি। সরেজমিনে পর্ববেক্ষণ করে এবং চলচ্চিত্র হল মালিক প্রদর্শন সমিতি সূত্র জানিয়েছে ‘শান’ সিনেমার পেছনেই রয়েছে ‘গলুই’।
সেই ধারাবাহিকতা দেখা গেল সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও। এবারও শাকিবের ‘গলুই’কে পেছনে ফেলে সিয়ামের ‘শান’ এগিয়ে গেল দুর্বার গতিতে। দ্বিতীয় সপ্তাহে এসে ‘শান’ এর হল বেড়ে সিনেমাটি চলছে মোট ৩৯টি এবং ‘গলুই’ হল বেড়ে চলছে মোট ৩২টি সিনেমা হলে।
‘শান’ সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি। পরিচালনা করেছেন তরুণ মেধাবী নির্মাতা এম রাহিম। সিনেমাটির গল্প লিখেছেন প্রযোজক আজাদ খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। এ ছাড়াও এতে অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস প্রমুখ।
এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমাটিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়িকা পূজা চেরি। সিনেমাটিতে দেখা যাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ও বিস্তীর্ণ এক জনপদের মানুষের জীবনের গল্প। এতে আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, আলী রাজ, সুচরিতা, সমু চৌধুরী প্রমুখ। ২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।
এএম/আরএ/