কানের ‘কেরিং উইমেন’ পাচ্ছেন ভায়োলা ডেভিস
অস্কার অনুষ্ঠানের অন্যতম উপস্থাপক, মার্কিন অভিনেত্রী, প্রযোজক ও আন্দোলনকর্মী ভায়োলা ডেভিস তার পেশাজীবনে পরোমোৎকৃষ্ট আরেকটি রেকর্ড গড়তে যাচ্ছেন। লাভ করবেন ‘কেরিং উইমেন ইন মোশন পিকচার অ্যাওয়ার্ড’। কান চলচ্চিত্র উৎসবের পুরস্কারটি দেওয়া হবে একমাত্রী মার্কিন অভিবাসী কৃষাঙ্গ অভিনেত্রী হিসেবে তিনটি সেরা পুরস্কার-অস্কার, প্রাইম টাইম অ্যামি ও দুটি টনি অ্যাওয়ার্ডজয়ীকে।
২২ মাচ ভায়োলা ডেভিসকে অ্যাওয়াডটি দেওয়া হবে। একটি রাতের খাবারানুষ্ঠান বা ডিনারের আয়োজন হবে। সেখানে সভাপতিত্ব করবেন কেরিং চেয়ারম্যান ফ্রানকোসিস-হেনরি পিনাল্ট। আরো থাকবেন উৎসবের নিবাহী পিঁয়েরে লেসকু ও থিয়েরি ফেমো।
তিনি অস্কারটি জয় করেছেন সেরা সহ-অভিনেত্রী। ছবির নাম ফ্যানসিজ। তার চরিত্রের নাম রোজ। রোজ লি ম্যাক্সসন।
ভায়োলা ডেভিস কেবল প্রখ্যাত অভিনেত্রীই নন, তিনি আরো অর্ন্তভুক্তির জন্য আন্দোলনকারী, লিঙ্গ সমতা ও চলচ্চিত্র ভুবনের দারিদ্র্যতার বিপক্ষে সংগ্রামী।
নায়িকা চরিত্রে অভিনয় করে ‘হাউ টু গেট অ্যাওয়ে উইথ মার্ডার’ ছবির জন্য অ্যামি অ্যাওয়ার্ড লাভ করেছেন। তিনিই প্রথম আফ্রিকান-আমেরিকান অভিনেত্রী, যিনি এই চলচ্চিত্র পুরস্কারটি লাভ করলেন।
তিনি পুরস্কারটি লাভের সময় যা বলেছিলেন, এখনো উদ্বৃতি হিসেবে ব্যবহার করা হয়, ‘গায়ের রঙের জন্য নারীদের অন্য যেকারো চেয়ে সুযোগগুলো থেকে বেশি বঞ্চিত করা হয়। যেখানে সেটি আছে, সেখানে আপনি একটি অ্যামি অভিনয় করে জয় করতে পারবেন না।’ এই কথাটি থেকেই বোঝা যায়, ভায়োলা ডেভিস কতটা সংগ্রামী ও সুদক্ষ।
তিনি বিশ্বখ্যাত ফরাসী প্রশাধনী কম্পানি ‘ল রিয়েল’র সঠিক বয়সের প্রচারাভিযানে একজন দূত হিসেবে বলেছিলেন, তিনি তার জীবনের নায়িকা সিসিলি টাইসনকে দেখেছেন ছোটকালে। এই বিশ্বখ্যাত মার্কিন কালো অভিনেত্রীর কথা তিনি স্মরণ করেছেন। তারপর তারও জীবনের গল্প বদলে গিয়েছে। তখন তিনি অন্য শিশুদের বলেছেন-‘নিজেকে বিশ্বাস করতে শেখাও, আমি স্বপ্ন দেখতে পারি, আমি একজন হব।’
ভায়োলা ডেভিস এখন মিশেল ওবামার চরিত্রে ‘দি ফাস্র্ট লেডি’ সিরিজে আভনয় করছেন।
তিনি কোভিড ১৯’র সময় লেখা ‘ফাইন্ডিং মি’ বা আমাকে খুঁজে ফেরা নামে তার একটি স্মৃতিকথাও সম্প্রতি প্রকাশ করেছেন।
প্রতি বছর চলচ্চিত্রের বরেণ্য নারীদের পুরস্কারটি প্রদানের চল ২০১৫ সালের পর শুরু করেছে কান চলচ্চিত্র উৎসব।
এর আগে সাবেক বিশ্বখ্যাত মডেল, চলচ্চিত্রাভিনেত্রী ও আন্দোলনকর্মী দুবারের অস্কারজয়ী জেইন ফন্ডা, মার্কিন অভিনেত্রী ও আন্দোলনকারী অস্কারজয়ী সুসান সারানডন, চীনের বিখ্যাত অভিনেত্রী গং লি ও ম্যাক্সিকান যৌনাবেদনীময়ী ‘ডেসপারেডো’ সালমা হায়েককে প্রদান করা হয়েছে।
কান আরো বলেছে, পুরস্কারটি নারীদের সংস্কৃতি, শিল্পকলা, চলচ্চিত্র, আলোকচিত্র, সাহিত্য, অ্যানিমেশন ও ডিজাইনে অবদানের জন্য প্রদান করা হয়। এই পদকে আর্থিক অনুদান রয়েছে।