স্বর্ণ পাম পাবেন ফরেস্ট উইটেকার
কান ফিল্ম ফেস্টিভ্যাল বা কান চলচ্চিত্র উৎসবে প্রথম উপস্থিত হওয়ার তিন দশক পর, ফরেস্ট উইটেকার হিরকজয়ন্তীতে সম্মানজনক “পাম দ’র” লাভ করবেন।
এর আগে ফরেস্ট স্টিভেন উইটেকার ‘দি লাস্ট কিং অব স্কটল্যান্ড’ নামের তার ঐতিহাসিক ছবিটির প্রধান চরিত্র উগান্ডার স্বৈরশাসক ইদি আমিনের চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য ২০০৬ সালের ‘অস্কার’ জয় করেছেন।
২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে ‘দি অনারারি পাম দ’র সম্মাননাটি দেওয়া হয়েছে জোডি ফস্টারকে। তিনি দুটি অস্কার জয় করেছেন।
কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘এই পদকটি তাদের মতো সেসব ব্যক্তিত্বদের সম্মানিত করতে প্রদান করা হয়, যাদের চলচ্চিত্র ক্যারিয়ার মানবাধিকারের অঙ্গীকারের মিলেমিশে আছে।’
তার আগে তারা জ্যান মরোকে প্রদান করেছেন। তিনি ফ্রান্সের সরকারী ও বিশ্বের সবচেয়ে পুরোনো কার্যকর মঞ্চনাট্যকেন্দ্র ‘কমেডি-ফ্রঁসেজ’র অন্যতম প্রধান অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। মারা গিয়েছেন। এছাড়াও এই স্বর্ণ পাম দেওয়া হয়েছে বেরনাদো বেরতোলুচিকে। তিনি একজন ইতালিয়ান চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার ছিলেন। ৫০ বছরের দীর্ঘ কর্মজীবনের এই গুণী মানুষটিকে ইতালির ইতিহাসে অন্যতম প্রধান চলচ্চিত্র পরিচালক হিসেবে গণ্য করা হয়। মানুএও জলিভেইরো স্বর্ণ পামের আরেক উজ্জ্বল ইতিহাস। তিনি একজন পর্তুগিজ চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তাকে সন্দেহাতীতভাবে বিশ্বের অন্যতম সেরা চলচ্চিত্র পরিচালক হিসেবে বিবেচনা করা হয়। তিনিও আর নেই।
বিখ্যাত মার্কিন কৃষাঙ্গ অভিনেতা ফরেষ্ট উইকেটকার মানবতাবাদী কাজ ও প্রচারাভিযানের জন্য পরিচিত। ২০১১ সালে জাতিসংঘের শিশুদের জন্য কাজ করা আন্তর্জাতিক অঙ্গ প্রতিষ্ঠান ইউনেসকো তাকে ‘গুডউইল অ্যাম্বাসেডর’ নির্বাচিত করেছে। এরপর তিনি শান্তি ও মীমাংসার বিশেষ দূত নির্বাচিত হয়েছেন। এছাড়াও তার ‘উইটেকার পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (ডব্লুপিডিআই)’ নামের একটি অলাভজনক প্রচারাভিযান ও কার্যক্রম প্রতিষ্ঠান আছে। তিনি এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
স্বর্ণ পাম লাভ করতে যাচ্ছেন-এই খবরে অত্যন্ত আনন্দিত ফরেস্ট উইটেকার। বলেছেন, ‘৩৪ বছর আগে, কানে প্রথম উপস্থিত হওয়ার সৌভাগ্য আমার জীবন বদলে দিয়েছে। এই পুরস্কার আমাকে নিশ্চিত করেছে, আমি আমার জীবনকে ছবির মাধ্যমে মানবতার সঙ্গে সংযুক্ত করতে সঁপে দিয়ে ঠিক কাজ করেছি।’
উইটেকার আরো বলেছেন, ‘এই সুন্দর উৎসবে নিজের কাজ প্রদর্শন এবং বিশ্বের সেরা অভিনেতা-অভিনেত্রীদের উৎসাহ লাভ করা-দুটিই বিশেষ সুবিধা। আমি অসাধারণ আনন্দিত যে, স্বর্ণ পামে সম্মানিত হবার মাধ্যমে কানের হিরকজয়ন্তীতে পালনের অংশ হচ্ছি।’
তিনি ‘বার্ড’ ছবিতে অভিনয়ের জন্য কানের সেরা অভিনেতার সম্মান লাভ করেছেন। ‘দি কালার অব মানি’, ‘প্লাটুন’, ‘গুড মনিং, ভিয়েতনাম’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত।
কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট পিঁয়ে লেসকু বলেছেন, ‘যারা ইতিহাস তৈরি করেছেন, তাদের সম্মানিত করা কান চলচ্চিত্র উৎসবের একটি রীতি। ফরেস্ট উইটেকার তাদের একজন। তিনি সেই তরুণ অভিনেতা যাকে ক্লিট ইস্টউড তার বার্ড ছবিতে মেলে ধরেছিলেন। এই মানুষটি তার দৃষ্টিকে বিশ্বের যেসব মানুষ কষ্টে আছেন এবং যারা যুদ্ধে, সংঘাতে আক্রান্ত তাদের দিকে প্রসারিত করে দিয়েছিলেন।’
তিনি বলেছেন, ‘উইটেকারের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করছি। তাকে আমাদের স্বর্ণ পাম প্রদান করে নিজেরাও সম্মানিত হচ্ছি। স্বর্ণ পাম বিশ্ব সিনেমার পক্ষ থেকে তাকে একটি কৃতজ্ঞতা প্রদর্শন।’
‘দি শেক অব পিস’ নামের ছবিটি নিয়ে এবার কানে আসছেন উইটেকার। একজন তরুণ, যুদ্ধে লিপ্ত দক্ষিণ সুদানের মানুষের গল্প। দেশটি তার যুদ্ধের ফসল। ক্রিস্তফ ক্যাসতানিয়ে ও টমাস স্যামেটিন যৌথভাবে পরিচালনা করেছেন। ছবিটির বিশেষ প্রদর্শনী হবে কান চলচ্চিত্র উৎসবে ১৮ মে বুধবার।
ছবি : দি লাস্ট কিং অব স্কটল্যান্ড ছবিতে ইদি আমিনের চরিত্রে ফরেস্ট উইটেকার।