‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’ মাতালো স্করপিয়নস-চিরকুট
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কথা শুনলেই ১৯৭১ সালের ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর কথা উঠে আসে। বাংলাদেশের গোল্ডেন জুবিলি উপলক্ষে আবারও ম্যাডিসন স্কয়ারে বড় পরিসরে উচ্চারিত হলো বাংলাদেশের নাম।
স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে ম্যাডিসন স্কয়ারে আয়োজন করা হয়েছে ‘গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট’র। এর মূল প্রতিপাদ্য রাখা হয়েছে ‘লেট দ্য মিউজিক সে’।
শুক্রবার (৬ মে) এ কনসার্টে সংগীত পরিবেশন করে জার্মানির ব্যান্ড ‘স্করপিয়নস’ ও বাংলাদেশের ব্যান্ডদল চিরকুট। এ কনসার্টে ছিল দেশি-বিদেশি দর্শক-শ্রোতাদের উপচে পড়া ভিড়।
কনসার্টের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এরপর মঞ্চে উঠে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্য ও প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, নুরুল ইসলাম, নাহিদ খান, অপরাজিতা হক ও রবীন্দ্রসংগীত শিল্পী কাদেরি কিবরিয়া। তাদের সঙ্গে দাঁড়িয়ে জাতীয় সংগীতে কণ্ঠ মেলান অসংখ্য বাংলাদেশিসহ আগত দর্শনার্থীরা।
ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ২০ হাজার ৭৮৯ আসন বিশিষ্ট মিলনায়তনের পুরোটাই ছিল দর্শক-শ্রোতা ভর্তি।
গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্টে বেশিরভাগ দর্শক হওয়ার কারণ হলো স্করপিয়নস ও চিরকুট।
অনুষ্ঠানে বাংলাদেশের চিরকুট ব্যান্ড দলের জন্য সময়সীমা নির্ধারণ করা ছিল মাত্র ৩০ মিনিট। এর ফলে প্রায় প্রতিটি গানের স্থায়ী ও একটি করে অন্তরা গেয়ে ছেড়ে দেন। কনসার্টে দুটি দেশাত্ববোধক গান পরিবেশন করেছে চিরকুট।
যুক্তরাষ্ট্র প্রবাসীদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠিত লেখক-সাহিত্যিক-সাংবাদিকদের বিনা মূল্যে মিলনায়তনে প্রবেশের সুযোগ পেয়েছেন বলে জানা গেছে।
এএম/এসএন