আমাজন নিয়ে ডিক্যাপ্রিও ও ব্রাজিলের প্রেসিডেন্টের নতুন সংঘাত
ব্রাজিলের চরম ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসেনারো বিশ্বখ্যাত হলিউড তারকা ও পরিবেশ রক্ষা আন্দোলনের নন্দিত কর্মী লিওনাদো ডিক্যাপ্রিও তার দেশের তরুণদের এই বছরের শেষের দিকে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে উৎসাহিত করার পর আঘাতটি ফিরিয়ে দিয়েছেন।
এই বৃহস্পতিবার ২৮ এপ্রিল নিজের টুইটার অ্যাকাউন্টে লাখ, লাখ ভক্তকে পোস্টে বলেছেন লিওনার্দো-‘আমাজনের জন্য ব্রাজিল হলো বাড়ি এবং অন্যান্য ইকোসিস্টেম বা বাস্তুসংস্থানগুলো জলবায়ু পরিবর্তনের বিপক্ষে জটিল অবস্থায় আছে। ফলে সেখানে যাই ঘটে, আমাদের সবার জন্য নানা ধরণের উদ্বেগের বিষয় হিসেবে দাঁড়ায় ও তরুণদের ভোটদান একটি স্বাস্থ্যকর বিশ্বের একটি চালিকাশক্তি হয়।’
এর ফলে ব্রাজিলের রাষ্ট্রপতি বলসেনারো, যিনি পরিবেশকে রক্ষা করার প্রকল্পগুলো কেটে দিয়েছেন, তিনি খেপে তাকে কটাক্ষ করেছেন। নিজের আনুষ্ঠানিক টুইটারে প্রতি উত্তর দিয়েছেন, ‘আপনার সমথনের জন্য ধন্যবাদ লিও! যে নির্বাচনটি আসছে, সেগুলোতে প্রতিটি ব্রাজিলিয়ানকে ভোট দিতে পাওয়া আসলেই গুরুত্বপূর্ণ। আমাদের জনগণ সিদ্ধান্ত নেবেন, তারা আমাজনে আমাদের সবময় ক্ষমতাকে ধরে রাখবেন নাকি জালিয়াতদের হাতে শাসিত হবেন, যারা বিদেশীদের বিশেষ স্বার্থ ও আগ্রহগুলোকে চাকরের মতো পালন করে।’
সাবেক সেনা অফিসার জাইর বলসেনারো ২০১৯ সালের ১ জানুয়ারিতে রাষ্ট্রপতি হিসেবে ব্রাজিলের দায়িত্বভার নিয়েছেন।
‘টাইটানিক’ ও ‘রোমিও-জুলিয়েট’র নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও অস্কারজয়ী বিশ্বখ্যাত অভিনেতাদের অন্যতম। মার্কিন এই অভিনেতা আমাজনের গ্রীষ্মমন্ডলীয় বৃষ্টিময় বনমালার জন্য অনেক বছর ধরে লড়াই করে চলেছেন। তিনি ও তার সহযোগীরা বিশ্বের অক্সিজেনের হৃদপিন্ডটির জন্য একটি কার্যকর ও টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছেন।
ব্যক্তিগতভাবে বিশ্বনন্দিত অভিনেতা ২০১৯ সালে আমাজনের জন্য প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে সাহায্য করতে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দান করেছেন।
অন্যদিকে হঠাৎ করেই রাজনীতিতে চলে আসা, মিলিটারি অফিসার থেকে শাসক হয়ে যাওয়া ব্রাজিলের জাইর বলসেনারো বিস্তৃতভাবে তার সরকারের পরিবেশনীতি ও সেগুলোর বাস্তবায়নের জন্য সমালোচনা এবং প্রতিবাদ সামলে চলেছেন। তার বাদেও তিনি অভিযুক্ত হয়েছেন ব্রাজিলিয়ান আমাজনে বন উজাড়ের কাজকে দ্রুতগতি দান করার দায়ে।
পরিবেশবাদী, পরিবেশ বিজ্ঞানী এবং অধ্যাপকরা ব্রাজিলের প্রেসিডেন্ট ও তার অধীনস্থ সরকারকে কৃষকদের চোখে ঠুলি পরিয়ে দেওয়ার দায়েও তাকে অভিযুক্ত করছেন।
তারা অভিযোগে আরো জানিয়েছেন, ব্রাজিলের রাষ্ট্রপতি ও তার মন্ত্রীসভা বিশ্বের সবচেয়ে বড় বৃষ্টিময় বনমালা ব্রাজিলের আমাজনের বিরাট অংশগুলো নির্বিচারে কেটে পরিস্কার করে তাতে ভূমি তৈরি করছেন।
আমাজনের বিষয়ে খোঁজ রাখেন এমন অনুভূতিময় মানুষদের আরো বক্তব্য হলো-এই দেশটির নেতা আমাজন অঞ্চলকে রক্ষা করার পরিবেশকর্মগুলোকে দুর্বল করে দিয়েছেন। এর বাদে তিনি এই যুক্তি দিয়েছেন, সে অঞ্চলের দারিদ্রতা কমানোর জন্য সুযোগগুলো তৈরি করা হচ্ছে।
দেশের স্যাটেলাইট তথ্য থেকে জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারি পর্যন্ত আগের বছরের হিসেবে ব্রাজিলিয়ান আমাজনে যে পরিমাণ গাছগাছালি কাটা হয়েছে, এই বছর সেই পরিমাণ অনেক বেশি অতিক্রম করা হয়েছে। সেটি খাতাকলমেই ৫ গুণ বেশি। এই সংখ্যা ২০১৫ সালে আমাজনের বন ধ্বংসের যে উদ্যোগ শুরু হয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি।
বিশ্বের সবচেয়ে বেশি এবং প্রধান অংশের অক্সিজেন সরবরাহকেন্দ্র আমাজন। তারা বিপুল পরিমাণ গ্রিন হাউজ গ্যাসও গ্রহণ করে। বিশ্বে এই পরিমাণে ব্রাজিলই প্রধান। একে বলা হয় কার্বন সিংক। কোনো বন, সাগর পরিবেশ থেকে কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে। এই ক্ষমতাটিকে বলে কার্বন সিংক। তবে যখন তাকে উজাড় করা হয়, যেমন আমাজনের ক্ষেত্রে ঘটে চলেছে, মানুষের নির্গত কাবন-ডাই-অক্সাইডের শোষণ ক্ষমতা স্বাভাবিকভাবে কমে যায় সেই শক্তির আধারের। অন্য উৎসগুলোর ওপর প্রচণ্ড চাপ পড়ে।
এই বিষয়গুলোতে ব্রাজিলের প্রেসিডেন্ট ও নন্দিত নায়ক ডিক্যাপ্রিওর যুদ্ধ তিনি ক্ষমতায় আসার পর থেকে চলছে।
‘২০১৯ সালে আমাজনে আগুন জ্বালিয়ে দিতে টাকা দিয়েছেন ডিক্যাপ্রিও’-এই অভিযোগ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। জাইর বলসেনারো কোনো প্রমাণ অবশ্য দেননি। তারপরও তিনি অভিযোগ করেছেন, যেসব বেসরকারী উন্নয়ন সংস্থা বা এনজিও তার সরকারের নীতিমালাগুলোর কারণে দুর্বল হয়ে গিয়েছে, এই টাকায় তারা শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়িয়েছে। এই প্রতিষ্ঠানগুলো আমাজনে কাজ করে।
কেবল টাকা দিয়ে ও ব্রাজিলের প্রেসিডেন্টের বিপক্ষে যুদ্ধ করেই থেমে থাকছেন না অস্কার ও ব্রিটিশ অ্যাকাডেমি ফিল্ম অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোবজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিও। গত বছর তিনি ১২ জনেরও বেশি তারকাকে নিয়ে তার দেশের রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে ব্রাজিলের সঙ্গে কোনো ধরণের পরিবেশ বিষয়ে চুক্তি না করতে অনুরোধ করতে গিয়েছেন। উল্টো তাকে আমাজনে বননিধনের বিপক্ষে তিনি পাশে চেয়েছেন।
ওএস।