টানা সাত দিনের ঈদে সেরা ছবিগুলো চ্যানেল আইতে
১. নুরুল আলম আতিকের-‘লাল মোরগের ঝুঁটি’
প্রচারিত হবে : ঈদের দিন সকাল ১০ টা ১৫ মিনিটে।
কাহিনীসূত্র : বাংলাদেশের বরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও লেখক নুরুল আতিকের ছবিটি মুক্তিযুদ্ধের গল্প। ১৯৭১- বাংলাদেশ হয়েছে বন্দী। বিহারি-অধ্যুষিত ছোট এক শহরে ব্রিটিশদের গড়া বিমানবন্দর সচল করতে পাকিস্তান সেনাবাহিনী এলো। তারপর তাদের বিরোধিতা, মানুষের সংগ্রাম ও জীবনের গল্প নিয়ে সিনেমাটি বানানো।
অভিনেতা-অভিনেত্রী : বরেণ্য নৃত্যশিল্পী লায়লা হাসান, শিল্পী সরকার অপু, ইলোরা গওহর, আহমেদ রুবেল, স্বাগতা, জ্যোতিকা জ্যোতি, ভাবনা, দিলরুবা হোসেন দোয়েল, অশোক ব্যাপারী, আশীষ খন্দকার, জয়রাজ, শাহজাহান সম্রাট, জোবায়ের, দীপক সুমন প্রমুখ।
২. সার্ফিংয়ের প্রথম সিনেমা- ‘ন’ ডরাই’
প্রচারিত হবে : ঈদের পরদিন সকাল ১০ টা ১৫ মিনিটে।
হাইলাইট : বাংলাদেশের কক্সবাজারের সার্ফারদের জীবন ও তাদের সার্ফিং নিয়ে বানানো প্রথম সিনেমা এটি। ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র হয়েছে। মোট ৬টি পুরস্কার পেয়েছে। চিত্রনাট্যকার শ্যামল সেনগুপ্ত, পরিচালক তানিম রহমান অংশু।
অভিনেতা-অভিনেত্রী : মূল অভিনেতা-অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল ও শরিফুল রাজ। আরো আছেন সাঈদ বাবু, জোসেফাইন লিন্ডেগার্ড, ওয়াসিম সিতার, ঠাকুর প্রসাদ, টম হিন্ডলি, লেঙ্কা মারি, পেদ্রো প্রিন্সিপে, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান প্রমুখ।
৩. সুবর্ণা মুস্তাফা-সব্যসাচী চক্রবতীর ‘গন্ডি’
প্রচারিত হবে : ঈদের তৃতীয় দিন সকাল ১০ টা ১৫ মিনিটে।
কাহিনীসূত্র : অবসরে যাওয়া বয়স্ক নারী-পুরুষদের বন্ধুত্বের রূপ, পরিবার ও আশপাশের মানুষ গ্রহণ ও বর্জনের টানাপড়েনের গল্প। এটি প্রণয়ধর্মী কৌতুক চলচ্চিত্র।
অন্য অভিনেতা-অভিনেত্রী : শুভাশীষ ভৌমিক, মাজনুন মিজান, অপর্ণা ঘোষ, আমান রেজা ও পায়েল মুখার্জী প্রমুখ।
৪. প্রসূন রহমানের ‘ঢাকা ড্রিম’
প্রচারিত হবে : ঈদের চতুর্থ দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
কাহিনী সূত্র : বাংলাদেশের নামকরা পরিচালক প্রসূন রহমানের ছবিটি বাসস্থান হারানো, জীবিকার প্রয়োজন, উন্নত জীবনের আশায় নগরমুখী প্রান্তিক মানুষের স্বপ্ন ও স্বপ্নভঙ্গের গল্পে স্বাধীনধারার চলচ্চিত্র।
সঙ্গীত পরিচালক : কুমার বিশ্বজিৎ।
অভিনেতা-অভিনেত্রী : পূর্ণিমা, প্রয়াত এসএম মহসীন, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, শাহাদৎ হোসেন, শাহরিয়ার সজীব, ইকবাল হোসেন, বৃষ্টি, সুজাত শিমুল, সায়মা নীরা, আরশ খান প্রমুখ।
৫. ‘ছিটমহল’ এক কাব্য
প্রচারিত হবে : ঈদের পঞ্চম দিন সকাল ১০ টা ১৫ মিনিটে।
ইতিহাস : ১৯৪৭ সালের দেশভগে সৃষ্ট ছিটমহলগুলোর মানুষরা দেশহীন। তাদের ৬৮ বছরে বঞ্চনা শেষ হলো ২০১৫ সালের ‘ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময়’ চুক্তিতে। দীর্ঘদিনের বঞ্চনার অবসান ও ঐতিহাসিক নিপীড়নে পৃষ্ঠ মানুষগুলো হঠাৎ জীবনে আলো পেলেন। তবে গরীব মানুষগুলো সিন্ধান্তহীনতায় পড়ে গেলেন। তাদের জীবনের নতুন গল্প এলো। ছবিটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালক এইচ আর হাবিব।
অভিনেতা-অভিনেত্রী : আরমান পারভেজ মুরাদ, মৌসুমী হামিদ, জান্নাতুল ফেরদৌস পিয়া, মীরাক্কেলখ্যাত সজল, ডন হক, শিমুল খান, এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী প্রমুখ।
৬. প্রথম বাঙালি নারী কবির জীবন-‘চন্দ্রাবতী’
প্রচারিত হবে : ঈদের ষষ্ঠ দিন সকাল ১০ টা ১৫ মিনিটে।
কাহিনীসূত্র : ষোড়শ শতকের প্রেক্ষাপটে আত্মজীবনীমূলক পূর্ণদৈর্ঘ্য ছবি। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি, ময়মনসিংহ গীতিকার চন্দ্রাবতীর জীবন নিয়ে তৈরি। তার প্রেমিক গীতিকার নয়নচাঁদ ঘোষ লিখেছেন ‘চন্দ্রাবতী পালা’। পাঁচ বছর কাজের ফলাফল। চন্দ্রাবতী চরিত্রে অভিনয় করেছেন দিলরুবা হোসেন দোয়েল। কলকাতা চলচ্চিত্র উৎসবসহ ভারত, ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ায় কটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।
অন্য অভিনেতা-অভিনেত্রী : ঐতিহাসিক চরিত্রগুলোতে অভিনয় করেছেন একুশে পদকে ভূষিত আবৃত্তিকার-অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, প্রবীণ ও নামী অভিনেত্রী মিতা রহমান, এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত অভিনেতা-চিত্রনাট্যকার গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, কাজী নওশাবা আহমেদ, এহসান রহমান, বর্ষণ ইমতিয়াজ, জয়িতা মহলানবিশ প্রমুখ।
৭. মাসুম রেজার কাহিনীতে ‘বাপজানের বায়োস্কোপ’
প্রচারিত হবে : ঈদের ৭ম দিন সকাল ১০টা ১৫ মিনিটে।
অর্জন : ৪০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ আটটি পুরস্কার লাভ করেছে। কাহিনীর পাশাপাশি পরিচালক রিয়াজুল রাজুর জীবনের প্রথম পরিচালনায় তার সঙ্গে চিত্রনাট্য লিখেছেন বরেণ্য নাট্যব্যক্তিত্ব মাসুম রেজা। তার গল্প যমুনার চর ‘চর ভাগিনা’র মানুষের জীবন। চরের বায়োস্কোপওলা হোসেন মোল্লার গল্প।
অভিনেতা-অভিনেত্রী : শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, সানজিদা তন্ময় প্রমুখ।
ওএস।