কানের হিরকজয়ন্তীতে প্রধান বিচারক ভিনসেন্ট লিনডেন
বিশ্বখ্যাত ফরাসী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘দি কান ফিল্ম ফেস্টিভ্যাল’র ৭৫তম আয়োজন বা হিরকজয়ন্তীতে জুরি বোর্ডের প্রধান নিবাচিত হয়েছেন নামকরা ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডেন।
৬২ বছরের এই অভিনেতা-পরিচালনা করেন এবং চিত্রনাট্যকারও। ২০১৫ সালে কানের সেরা অভিনেতা, সেবারের ভারতের ৪৬তম ভারতের ‘আন্তর্জাতিক চলচ্চিত্রগুলোর উৎসব’ ও পরের বছরের ‘৪১তম সেজার অ্যাওয়ার্ড’ (ফরাসি আরেক চলচ্চিত্র উৎসব)’র সেরা অভিনেতা। সবগুলো স্বনামধন্য পুরস্কার জয় করেছেন ২০১৫ সালে বেরুনো তার ছবি ‘দি মেজার অব অ্যা ম্যান’-এ অনবদ্য অভিনয়ের সূত্রে। গেল বছর তার ছবি ‘তিতান’ জয় করেছে কানের ‘স্বণ পাম’ বা “পাম দ’র”। স্টিফান ব্রিজ পরিচালিত তার আরেক সেরা অভিনয়ের ছবি এটি।
ভিনসেন্ট লিনডেন কানের একজন আজীবনের বন্ধু। তার প্রথম ছবিটি দেখানো হয়েছে ১৯৮৭ সালে। এরপর থেকে মোট নয়টি ছবি দেখিয়েছে কান। এ বছর তার অভিনীত ‘বোথ সাইড অব দি ব্লেড' বেরিয়েছে। ৭৬ বছরের বরেণ্য ফরাসি নারী পরিচালক ক্লেয়ার দুনি এবারে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে তার এই ছবিতে ‘দি সিলভার বিয়ার’ জয় করেছেন।
কানের আনুষ্ঠানিক জুরি প্রেসিডেন্ট পদে বসবেন ভিনসেন্ট লিনডেন। ফলে ২০০৯ সালের পর এই কোনো ফরাসি ১১ বছর পেরিয়ে আবার কানের ছবিগুলোর প্রধান নির্বাচক। সেবার ছিলেন ইসাবেল হুপাট। তাকে বিশ্বের অন্যতম সেরা ফরাসি ও দুনিয়ার সেরা অভিনেত্রীদের একজন মনে করা হয়। ৬৯ বছরের এই নারী ১৬ বার অস্কারের মনোনয়ন লাভ করেছেন ও দুবার জয় করেছেন সেরা অভিনেত্রীর সম্মান-১৯৯৬ ও ২০১৭ সালে।
তবে কান বলেছে আরেকটি ঐতিহাসিক কথা, ‘একটি বিশেষ বার্ষিকীতে ফরাসিরা তাদের উৎসবের এই প্রধান পদটি অলংকৃত করেন। ১৯৮৭ সালে ৪০তম বার্ষিকীতে ১৯২১ সালে ৭০ বছরে মারা যাওয়া ইতালিতে জন্ম নেওয়া ফরাসি অভিনেতা ও গায়ক ইভ মন্টান্ড, ১৯৯৩ সালের ৪৫তম বার্ষিকীতে অভিনেতা, নির্মাতা, প্রযোজক-জেরার্ড ডেপারডিউ, সুবর্ণজয়ন্তীতে ইতিহাসের প্রথম হিসেবে পাঁচটি অস্কার জেতা ইসাবেল আদজানি কান উৎসবের ছবিগুলোর বিচার কমিটির হয়েছেন।’
এবারের জুরি বোর্ডে ভিনসেন্ট লিনডেনের দলে আছেন-দুবার অস্কার জেতা ইতালিয়ান নির্মাতা আসঘার ফারহাদি, তিনি চিত্রনাট্যও লেখেন। তরুণ মার্কিন নির্মাতা হেলমের জেফ নিকলস; ব্রিটিশ অভিনেত্রী, নির্মাতা রেবেকা হল, ডেনমার্কে জন্ম নেওয়া ভারতীয় বিশ্বখ্যাত অভিনেত্রী দিপীকা পাড়ুকোন, সুইডেনের অভিনেত্রী নোমি র্যাপেস, ইতালিয়ান অভিনেত্রী ও পরিচালক ইয়াসমিন দ্রিংকা, ফরাসি পরিচালক লাজ লি ও নরওয়ের নিমাতা ইয়োএকিম ট্রিয়া-এই মোট ৯ জন। সর্বশেষ জন ৪৮ বছরের পুরুষ, তার ফিচার ছবি ‘মার্সেল!’ এবারের বিশেষ প্রদর্শনীতে শুভমুক্তি পাবে।
লিনডেন জরি বোর্ডের প্রধান নিবাচিত হবার পর বিবৃতিতে বলেছেন, ‘এ আমার জন্য বিরাট এক সম্মান ও বিশ্বাসের গর্বের উৎস।’
কান এর আগে কোনোদিন জুরি বোর্ডের প্রধান বা ছবি নিবাচন ও পুরস্কার প্রদান কমিটির প্রধানের নাম এত দেরিতে ঘোষণা করেনি। কেননা, মোটে তিনটি সপ্তাহ বাকি! তবে উৎসবটির ‘দি জেনারেল ডেলিগেট’ থিয়েরি ফেমো এই ঘোষণার সংবাদ সম্মেলনে বলেছেন, এর কারণ মেধাবীদের অপ্রাপ্যতা। স্পেনের বিশ্বসেরা অভিনেত্রী পেনেলোপে ক্রুজকে তিনি বিশেষ কারণে বিচারক প্রধান হতে অনুরোধ করেছিলেন। তবে তিনি আরেকটি প্রতিশ্রুতির জন্য থাকতে পারবেন না বলে জানিয়েছেন।
ছবি : ১. ভিনসেন্ট লিনডেন, ২. রেবেকা হল ৩. লিনডেনের ছবি দি মেজার অব অ্যা ম্যান।