ভারতে উইল স্মিথ
ভারতে এসেছেন চড় কাণ্ডে বিতর্কিত অস্কারপ্রাপ্ত অভিনেতা উইল স্মিথ। এবারই প্রথম নয়, আগেও ভারতে এসেছেন তিনি। তবে বিতর্ক মাথায় নিয়ে এবারই প্রথম ভারতে।
এলেন এই অভিনেতা। মুম্বাই বিমানবন্দরে উইল স্মিথকে বেশ হাসিখুশি আর ঝরঝরে দেখাচ্ছিল।
ভক্তরা মনে করছেন, পুরনো তিক্ততা কাটিয়ে উঠে হয়তো নতুন কোনো স্রোতে গা ভাসিয়েছেন ‘দ্য পারসুট অফ হ্যাপিনেস’-এর অভিনেতা।
২০১৯ সালে ‘দ্য বাকেট লিস্ট’ ছবির শুটিংয়ে একবার বলিউডের কয়েকজন তারকার সঙ্গে দেখা করতে এসেছিলেন এই মার্কিন অভিনেতা। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২’-এর একটা দৃশ্যেও শুট কওে গিয়েছিলেন উইল। তারপর আবার তাকে দেশের মাটিতে দেখে উচ্ছ্বসিত ভারতীয়রা। আবার কি কোনও নতুন ছবির কাজে? তা অবশ্য জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো এমনটিই জানিয়েছে।
২০২২ অস্কার মঞ্চে ক্রিস রককে চড় মেরে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। এরপর আগামী ১০ বছর অস্কার থেকে বহিষ্কার করা হয়েছে।
উইল স্মিথের স্ত্রী অভিনেত্রী জাডা পিঙ্কেট স্মিথের মাথায় কম চুল নিয়ে মস্করা করেছিলেন ক্রিস রক। অস্কার মঞ্চে উঠে কৌতুকশিল্পী-সঞ্চালককে সপাটে চড় মেরেছিলেন স্মিথ।
এএম/এমএমএ/