এবারের ঈদেও একক শিল্পী ড. মাহফুজুর রহমান

ঈদ এলেই গান শোনানোর জন্য শ্রোতাদের সামনে হাজির হন ড. মাহফুজুর রহমান। অন্যান্য ঈদের ধারাবাহিকতায় এবারও একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন তিনি।
ইতোমধ্যেই সঙ্গীতানুষ্ঠানটির প্রস্তুতি শেষ হয়েছে। গানও রেকর্ড করা শেষ হয়ে গেছে ড. মাহফুজুর রহমানের কণ্ঠে।
এটিএন বাংলা সূত্রে জানা যায়, এবার মৌলিক দশটি গান দিয়ে সাজানো হয়েছে ড. মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি। আসছে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের গাওয়া গান নিয়ে আয়োজিত একক সঙ্গীতানুষ্ঠানটি।
২০১৬ সালের কোরবানি ঈদে গায়ক হিসেবে হাজির হন ড. মাহফুজুর রহমান। সে বছর গান গেয়ে আলোচনায় আসেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু আলোচনা-সমালোচনা।
এএম/আরএ/
