ছবি ঘরে রণবীর-আলিয়া

পাঁচ বছরের প্রেমের আখ্যান! কখনও শ্যাম্পেন, কখনও কেক কেটে রালিয়ার নতুন যাত্রা শুরু। অবশেষে নবদম্পতির বেশে আবির্ভূত রণবীর কাপুর ও আলিয়া ভাট। প্রেমের পরিণতি দিলেন আজ তারকা জুটি। বিয়ের ছবি নিজেই শেয়ার করেছেন আলিয়া। তবে এছাড়াও রয়েছে আরও কিছু ছবি যেখানে স্পষ্ট কেমন ভাবে হল শুভ পরিণয়।
#WATCH | Actors Alia Bhatt and Ranbir Kapoor make their first public appearance after tying the knot in Mumbai, today. pic.twitter.com/yQP5bTDnvM
— ANI (@ANI) April 14, 2022
কোনও বিগ ফ্যাট ওয়েডিং বা ডেস্টিনেশন ওয়েডিং নয়। যে বাড়িতে গত পাঁচ বছর তৈরি হয়েছে প্রেমের আখ্যান, সেখানেই গাঁটছড়া বাঁধলেন রালিয়া। বিয়ের পরে নতুন বউকে কোলে তুলে নিলেন বর। ছবি দেখে মুগ্ধ নেটিজেন।



এই বিয়েতে করণ জোহরের ভূমিকা গুরুত্বপূর্ণ। রণবীর ও আলিয়ার গাঁটছড়া বেঁধেছেন তিনি। পরে তাঁর চোখে জল এসে যায় বলেও জানা যায়।

সেই মাহেন্দ্রক্ষণ। নববধূর বেশে ক্যামেরার সামনে হাজির রালিয়া। তাঁরা যেন গ্রীষ্মের সন্ধেয় শান্তির অবকাশ।
আলিয়া রণবীর বেছে নিয়েছে ব্যতিক্রমী রং। সাদা ও সোনালীর মিশেলে তাঁদের সাজ। করিশ্মাও সেজেছেন হালকা রঙে।

সূত্র: নিউজ ১৮ বাংলা
