প্রকাশ পেল ‘গলুই’র প্রথম পোস্টার

ঈদে আসছে শাকিব খান ও পূজা চেরি জুটির প্রথম সিনেমা ‘গলুই’। প্রচারণার অংশ হিসেবে এর আগে প্রকাশিত হয়েছে এই সিনেমার গান ও ট্রেলার। এবার প্রকাশ পেল এর অফিসিয়াল প্রথম পোস্টার।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) টিওটি ফিল্মসের ব্যানারে ‘গলুই’ অফিসিয়াল পেজ থেকে প্রকাশ করা হয়েছে পোস্টারটি। বিশাল নদীর মাঝখানে ফুল সজ্জিত নৌকায় গলুইয়ে মাথায় লাল রঙ্গের শাড়ী আর বৌ সাজিয়ে বসে আছেন পূজা আর সেই নৌকা চালাচ্ছেন শাকিব খান।
টিওটি ফিল্মসের প্রযোজনায় ‘গলুই’ সিনেমা পরিচালনা করেছেন এস এ হক অলিক। সরকারি অনুদান পাওয়া এই সিনেমার সহ-প্রযোজক হিসেবে আছেন খোরশেদ আলম খসরু। পরিচালক জানালে এই সিনেমা দ্বিতীয় পোস্টার আসবে ১৬ এপ্রিল (শনিবার)।
এএম/আরএ/
