ব্রিটনি স্পিয়ার্স গর্ভবতী
বিশ্বখ্যাত মার্কিন গায়িকা, গীতিকার ও নৃত্যশিল্পী ব্রিটনি স্পিয়ার্স ঘোষণা করেছেন, তিনি ‘গর্ভবতী’। তার বাবাকে মেয়ের জীবনের নানা দিক বিবেচনা করে তার জীবনের দায়িত্ব আইনগতভাবে দেওয়া হয়েছিল। এই কাজের মানে আইনগত লড়াই থেকে পালানোর এক মাস পর সংবাদটি দিয়েছেন তিনি।
এই গায়িকা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ৪ কোটি অনুসরণকারীকে জানিয়েছেন, সঙ্গী স্যাম আসগারির ঔরষে তার গর্ভে একটি সন্তান হচ্ছে।
এই ৪০ বছরের মানুষটির দুটি টিনএজ ছেলে আছে।
তিনি আরো জানিয়েছেন, এর আগের গর্ভকালীন সময়ে বিষন্নতার রোগে আক্রান্ত হয়েছিলেন।
গত বছরের জুনে তিনি একজন বিচারককে বলেছিলেন, তাকে সংরক্ষণাগারে রাখার ফলে বিয়ে করতে পারছেন না ও তাকে গর্ভবতী হতে দেওয়া হচ্ছে না।
তিনি একবার বলেওছিলেন, ২৮ বছরের একজন ব্যক্তিগত ব্যায়াম ও স্বাস্থ্যযত্ন প্রশিক্ষক আসগারির সঙ্গে তিনি একটি পরিবার চান।
তবে আইনগতভাবে তাকে অভিভাবকত্বের মামলাতে যেতে হয়েছে। এটিই ‘সংরক্ষণ’ বলে পরিচিত। আইনী লড়াইটি তার বাবা জেমি স্পিয়ার্স ২০০৮ সালে তার বিপক্ষে তৈরি করেছিলেন। কারণ হলো, তার মেয়ে পাবলিক মেন্টাল হেলথ ক্রাইসিস বা জনসাধারণের কাছ থেকে মানসিক সমস্যাগুলোতে আক্রান্ত হয়েছেন। তিনি বলেছিলেন, তার মেয়ে নিজের স্বাস্থ্যগত যত্নগুলো নিতে পারেননি।
আদালতে সংরক্ষণ ব্যবস্থার বিরুদ্ধে লড়ে গিয়েছেন এই তারকা গায়িকা। তিনি গেল বছর বলেছেন, আইনগত ব্যবস্থাটির মাধ্যমে এমনকি তার সন্তান জন্মদানের ক্ষমতাকেও নিয়ন্ত্রণ করা হয়েছে।
‘আমি গর্ভবতী নই কিন্তু এই দল নামের লোকগুলো আমাকে চিকিৎসকের কাছে এজন্য যেতে দেয়নি। কারণ তারা আমাকে সন্তান নিতে দিতে চায় না’ বলে অভিযোগ করেছেন। আরো বলেছেন, ‘আসলে এই সংরক্ষণব্যবস্থা আমাকে ভালোর দিকে নিয়ে যাবার চেয়ে ক্ষতিই বেশি করছে।’
‘আমি বিয়ে করতে চাই এবং একটি সন্তান নিতে চাই’, তিনি বলেছিলেন তখন।
‘আমি এখন এই সংরক্ষণব্যবস্থার আদালতে বলতে চাই, আমি এই কারণে বিয়ে করতে পারছি না ও সন্তান নিতে পারছি না।’
এই খুশির সংবাদ দিয়ে তার ভক্তদের তিনি আরো জানিয়েছেন, পাপারাজ্জি আলোকচিত্রীদের এড়াতে তিনি বাইরে বেশি যাবেন না।
এর আগে যেমন মাতৃকালীন সময়ে বোধ করেছেন, তেমনিভাবে এবারও তিনি গর্ভে শক্ত অনুভূতির ভালোলাগার মধ্যে আছেন। এক বছর গর্ভকালের যেকোনো সময়ে চিকিৎসকরা মায়েদের বিষন্নতার রোগে আক্রান্ত হবার কথা জানিয়েছেন। ‘এটি খুবই ভয়াবহ ছিল, জানিয়েছেন তিনি। তবে খুব কমই বলেছিলেন এই বিষয়ে তখন। কেননা, তার ভাষায়, ‘কোনো নারীর ভেতরে একটি শিশু থাকার সময় এই ধরণের কথা অভিযোগ আকারে নেন কিছু মানুষ। এটি তাদের মতে বিপদজনক কাজ।’
তবে কেভিন ফেদারলাইনকে বিয়ে করার পর তার যে দুটি সন্তান আছে, তাদের অভিজ্ঞতায় ব্রিটনি স্পিয়ার্স বলেছেন, গভে সন্তানের ব্যাথাকে লুকিয়ে রাখাকে তিনি এখন আর প্রয়োজনীয় মনে করেন না।
ওএস।