তারিক আনামের মেয়ে মৌসুমী, ছেলে তৌসিফ!
বাবা, মেয়ে ও ছেলের গল্প নিয়ে নির্মিত হলো ঈদের একটি নাটক। এতে বাবা মতিউর রহমান চরিত্রে অভিনয় করেছেন মুক্তিযোদ্ধা-অভিনেতা তারিক আনাম খান, মেয়ে সামিয়া চরিত্রে অভিনয় করেছেন প্রিয়দর্শিনী মৌসুমী ও ছেলে সাম্য চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
নাটকের নাম ‘সন্ধ্যে নামার আগে’। সালাউদ্দিন বিজয়ের মূল গল্প অবলম্বনে নাটকটির নাট্যরূপ দিয়েছেন মাসুম শাহরিয়ার।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলম আনোয়ার। প্রিয়দর্শিনী মৌসুমী আমেরিকা যাবার আগেই এ নাটকের কাজ শেষ করে গেছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে তারিক আনাম খান বলেন, ‘গল্পটা আমার সঙ্গে মৌসুমী, তৌসিফ এর আগেও অভিনয় করেছে। তবে আমরা তিনজন এবারই প্রথম একসঙ্গে একই নাটকে অভিনয় করেছি। খুব জমিয়ে কাজটা করার চেষ্টা করেছি আমরা। মৌসুমী নিঃসন্দেহে একজন ভালো অভিনেত্রী, তৌসিফ এই প্রজন্মের ভালো অভিনেতা। পরিচালক নবীন, তার জায়গা থেকে যতোটা ভালো করা যায় পুরো টিম সেই চেষ্টাটা করেছে। আশাকরি নাটকটি ভালোলাগবে দর্শকের।’
তৌসিফ মাহবুব বলেন, ‘তারিক আনাম খান স্যার এদেশের অভিনয়ে পথিকৃৎ। তিনি আমাদের বাংলাদেশের নাট্যাঙ্গনের অহংকার, গর্ব। তারসঙ্গে অভিনয় করতে পারাটাই আমার কাছে মনে হয় অনেক বড় সৌভাগ্যের। সেই সঙ্গে আমার ভীষণ প্রিয় নায়িকা মৌসুমী আপুর সঙ্গে প্রথমবার কাজ করার সুযোগ পেলাম, তাও আবার ছোট ভাইয়ের চরিত্রে। তিনি যেন আমাকে ছোট ভাইয়ের মতো করেই স্নেহ করলেন। সত্যিই দু’জন গুণী শিল্পীর সঙ্গে অভিনয় করে আমার অভিনয় জীবনে অনেক বড় প্রাপ্তি হলো।’
তারিক আনাম খান জানান, ‘এরইমধ্যে তিনি বেশ কয়েকটি ওয়েব কন্টেন্ট-এ অভিনয় করেছেন। ঈদ উপলক্ষে বেশ ব্যস্ত সময় যাবে তার। মৌসুমী এ মাসের শেষে দেশে ফিরে ‘ভাঙ্গন’ সিনেমার ডাবিং শেষ করবেন।’
এএম/এমএমএ/